Daughter Assaulted by Father: ২ বছর ধরে নাবালিকা মেয়েকে ‘ধর্ষণ’ সৎ বাবার – Bengali News | Nabi Mumbai teen allegedly physically harassed by stepfather over 2 years – 24 Ghanta Bangla News
Home

Daughter Assaulted by Father: ২ বছর ধরে নাবালিকা মেয়েকে ‘ধর্ষণ’ সৎ বাবার – Bengali News | Nabi Mumbai teen allegedly physically harassed by stepfather over 2 years

মুম্বই: সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ২ বছর ধরে ওই ব্যক্তি নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। বাবার হাতে লাগাতার যৌন নির্যাতনের শিকার হয়ে বুধবার পুলিশের দ্বারস্থ হয় ওই ১৫ বছরের কিশোরী। সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের তরফে ঘটনার কথা জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ে।

পুলিশে দায়ের করা অভিযোগে নাবালিকা কিশোরী জানিয়েছেন, গত ২ বছর ধরে তার সৎ বাবা তার উপর যৌন নির্যাতন করেছেন। ২০২১ সালের অক্টোবর থেকে এ বছর অক্টোবর পর্যন্ত তার বাবা তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। এই সময়কালে ধর্ষণের পাশাপাশি অপ্রাকৃতিক যৌনতা করতেও তাঁর উপর চাপ দিতেন অভিযুক্ত। এমনকি কথা না শুনলে লাথি, ঘুষিও মারতেন সৎ বাবা। প্রাণে মেরে ফেলার হুমকি বাবা তাকে দিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই নাবালিকা। অবশেষে সাহস সঞ্চয় করে নিজেই থানায় যায় নাবালিকা।

নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭, ২২৩, ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পকসো আইনের একাধিক ধারাতেও মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার কথাও জানিয়েছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *