Patient Death in Govt Hospital: বাথরুম সাফ করে ভাইরাল, সরকারি হাসপাতালের সেই ডিনের বিরুদ্ধে দায়ের হল অনিচ্ছাকৃত খুনের মামলা – Bengali News | After 35 Patients Died in 72 hours in Maharashtra’s Government Hospital, Case Has been Registered against Dean & Doctor – 24 Ghanta Bangla News
Home

Patient Death in Govt Hospital: বাথরুম সাফ করে ভাইরাল, সরকারি হাসপাতালের সেই ডিনের বিরুদ্ধে দায়ের হল অনিচ্ছাকৃত খুনের মামলা – Bengali News | After 35 Patients Died in 72 hours in Maharashtra’s Government Hospital, Case Has been Registered against Dean & Doctor

শৌচাগার সাফ করছেন ডিন। ভাইরাল এই ছবি।Image Credit source: Twitter

মুম্বই: একের পর এক রোগী মৃত্যু। পরিদর্শনে এসে সাংসদ হাসপাতালের ডিনকে দিয়ে সাফ করিয়েছিলেন নোংরা শৌচাগার। এই নিয়ে বিস্তর বিতর্ক হয়। সাংসদের বিরুদ্ধে মানহানির মামলাও করেন হাসপাতালের ডিন। এবার সেই ডিনের নামেই দায়ের হল অনিচ্ছাকৃত খুনের মামলা। মহারাষ্ট্রের নন্দেদের একটি সরকারি হাসপাতালে ৭২ ঘণ্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৫ রোগীর। সঙ্কটজনক আরও ৭২ জন। রোগী মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার হাসপাতালের ডিনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হল। এফআইআরে হাসপাতালের আরও এক চিকিৎসকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দেদের ডঃ শঙ্কররাও চভন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টানা তিনদিন ধরে রোগী মৃত্যু হচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে এই মৃত্যু মিছিল শুরু হয়েছে, ওই দিনে ২২ জন রোগীর মৃত্যু হয়। পরেরদিন, ১ অক্টোবর ৭ জন রোগীর মৃত্যু হয়। ২ অক্টোবর আরও ৪ জন রোগীর মৃত্যু হয়। কীভাবে পরপর এত রোগীর মৃত্যু হল, তা জানতে ইতিমধ্য়েই তদন্ত শুরু হয়েছে। এবার ডিনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হল।

জানা গিয়েছে, হাসপাতালে ১৬টি নবজাতকের মৃত্যু হওয়ার পরই এক অভিভাবক হাসপাতালের ডিনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। যদি এই অভিযোগ প্রমাণ হয়, তবে ১০ বছর অবধি জেল হতে পারে। এফআইআরে হাসপাতালের ডিন ও একজন শিশু বিশেষজ্ঞের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। ওই শিশুর পরিবারের অভিযোগ, তাদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়েছিল। সেই মতো তাঁরা ওষুধ কিনে এনে হাসপাতালের বাইরে অপেক্ষা করেন কিন্তু কোনও চিকিৎসক ওই শিশুকে দেখেননি। সাহায্য চাইতে ডিনের অফিসে গেলেও তাদের তাড়িয়ে দেওয়া হয়।

গতকালই হাসপাতালের ডিন শিবসেনা সাংসদ হেমন্ত পাটিলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তাঁকে দিয়ে হাসপাতালের শৌচাগারের নোংরা বাথরুম সাফ করানোর জন্য। অভিযোগ, শিবসেনার সাংসদ যখন হাসপাতাল পরিদর্শনে আসেন, তখন ডিনকে দিয়ে হাসপাতালের বাথরুম পরিষ্কার করান। এরপরই সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। ডিনের অভিযোগ, সাংসদের আচরণে তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছে।

সাংসদ বলেন, “সরকার কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু হাসপাতালের এই অবস্থা থেকে আমার খুব খারাপ লাগছে। মাসের পর মাস ধরে শৌচাগার পরিষ্কার করা হয় না। হাসপাতালের ওয়ার্ডের শৌচাগারগুলি তালা মেরে রাখা হচ্ছে। শৌচাগারে জলও থাকে না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *