Leopard Attack: লেপার্ডের মুখ থেকে নাবালককে কেড়ে আনল চা-বস্তির বাসিন্দারা – Bengali News | Boy injured as leopard attack at dooars local people save him – 24 Ghanta Bangla News
Home

Leopard Attack: লেপার্ডের মুখ থেকে নাবালককে কেড়ে আনল চা-বস্তির বাসিন্দারা – Bengali News | Boy injured as leopard attack at dooars local people save him

আলিপুরদুয়ার: ফের চা বলয়ে লেপার্ডের নজর। ডুয়ার্সে এক নাবালককে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা লেপার্ডের। গ্ৰামবাসীরা কোনও মতে লেপার্ডের মুখ থেকে উদ্ধার করে নাবালককে। তবে জখম হয়েছে সে। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার তাসাটি চা বাগানে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। এদিন তাসাটি চা বাগানে ঘাসি লাইনে বিরশা ওরাঁওয়ের ১১ বছরের বাচ্চা অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। সেই সময় চা বাগান থেকে একটি লেপার্ড বেরিয়ে আসে বলে জানান এলাকার লোকজন।

১১ বছরের ওই নাবালককে লেপার্ড টেনে চা বাগানে নিয়ে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। এরপরই এলাকার লোকজন ছুটে আসেন সেখানে। কার্যত লেপার্ডের সঙ্গে লড়াই করে নাবালককে ছিনিয়ে আনে। দীর্ঘ সময়ের চেষ্টায় লেপার্ডটিকে ওই এলাকা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। নাবালককে উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে এই ঘটনার পরই উত্তেজিত জনতা ফালাকাটা-বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ।

কিছুদিন আগেও এই একই ঘটনা ঘটেছিল ডুয়ার্সের দলগাঁও চাবাগানে। চিতাবাঘের হামলায় জখম হয়েছিল তিন বালক। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালেই নিয়ে যাওয়া হয় তাদের। একটি বাড়ির উঠোনে ওই লেপার্ড হানা দেয়। তারপরই এই ঘটনা ঘটে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *