Kumar Sanu: ‘যত বচসা তত TRP?’ রিয়্যালিটি শো নিয়ে কী বললেন কুমার শানু – Bengali News | Indian Idol judge Kumar Sanu reacts to his ‘more gossip, more TRP’ comment,
বর্তমানে টিভির পর্দায় রিয়্যালিটি শো দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগে হাতেগোনা কয়েকটি রিয়্যালিটি শো হতো, এখন অধিকাংশ চ্যানেলেই দেখা যায় নানা রকম রিয়্যালিটি শো সম্প্রচারিত হতে। মূলত ট্যালেন্ট হান্ট, কখনও গান, কখনও নাচ। দেশের বিভিন্ন কোণ থেকে প্রতিভাদের তুলে এনে দর্শকমহলে তাঁদের পরিচিতি তৈরি করা। কুমার শানু বর্তমানে এমনই এক রিয়্যালিটি শো-এর বিচারক, ‘ইন্ডিয়ান আইডল’ ১৩ সিজন থেকে তিনি এই সফরের সঙ্গী। তাঁকে যখন প্রশ্ন করা হয় বর্তমানে এই রিয়্যালিটি শো নতুন প্রজন্মের জন্য কতটা জরুরী, তিনি বলেন, ‘ঠিক কতটা জরুরী বলতে পারব না, তবে এই রিয়্যালিটি শো এখন আমাদের পেশার একটা অংশ হয়ে উঠেছে। নতুন নতুন ছেলে মেয়েরা যাঁরা আমাদের সংযোগে আসতে চায়, গান শিখতে চাই তাঁদেরকে শেখানোর কিছু টিপস দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি কিছু ট্যালেন্টকে ইন্ডাস্ট্রির সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে। আমি কখনও কাউকে খারাপ বলি না। বিচার করি সততার সঙ্গে, ঠিকই তবে কখন কার মনে কোন কথা আঘাত সৃষ্টি করে তা বোঝা দায়। সে কারণে ঠিক গুলোর পাশাপাশি ভুলগুলো খুব গুছিয়ে বুঝিয়ে দিতে হয়। আমাদের কাজ শেখানো, অনুপ্রেরণা দেওয়া, কাউকে আঘাত দেওয়া নয়।’
অতীতে একবার তাঁকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, যে ‘রিয়্যালিটি শো মানেই তো যত বচসা তত TRP’, এই প্রশ্ন শুনেই তিনি বলেছিলেন, ‘যাই হোক না কেন, দক্ষতা হল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সব শোয়ের ক্ষেত্রে। একটা গানের শোয়ে সবার আগে একজনকে গানটা গাইতে হবে। বাদবাকি সংযোজন বা অভিনয়। কারণ এটা একটা বিনোদন জগতেরই তো অংশ। তিনি আরও বলেন, আমি মনি করি যদি আপনি ভাল হন, তবে কোনও কিছুই আপনাকে আটকাতে পারবে না। আমি জানি কিছু মানুষের মনে এমন ধারণা রয়েছে। কারণ কিছু শো এমন করেও থাকে। তবে বিশ্বাস করুন, আমি এখানে শুধু মাত্র দক্ষতার বিচার করতেই রয়েছি।’