Hindu Marriage Rituals: ‘সাত পাকে বাঁধা’ ছাড়া হিন্দু বিবাহ সিদ্ধ হয় না: এলাহাবাদ হাইকোর্ট – Bengali News | Hindu Wedding Not Valid Without Saat Pheras, Says Allahabad High Court – 24 Ghanta Bangla News
Home

Hindu Marriage Rituals: ‘সাত পাকে বাঁধা’ ছাড়া হিন্দু বিবাহ সিদ্ধ হয় না: এলাহাবাদ হাইকোর্ট – Bengali News | Hindu Wedding Not Valid Without Saat Pheras, Says Allahabad High Court

সাত পাকে বাঁধা (প্রতীকী ছবি)Image Credit source: facebook

এলাহাবাদ: ‘সাত পাকে বাঁধা’র মতো আচার অনুষ্ঠান ছাড়া সম্পূর্ণ হতে পারে না হিন্দু বিবাহ। সম্প্রতি এমন কথাই জানালো এলাহাবাদ হাইকোর্ট। এক মহিলার দায়ের করা মামলার প্রেক্ষিতে এ কথা জানানো হয়েছে। এক ব্যক্তির অভিযোগ ছিল, তাঁর স্ত্রী তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই দ্বিতীয় বিবাহ করেছেন। সেই মামলার শুনানির সময়ই এই পর্যবেক্ষণ আদালতের। সেই প্রেক্ষিতেই বিচারপতি সঞ্জয় কুমার জানিয়েছেন, রীতিনীতির পালন ছাড়া ‘সিদ্ধ’ নয় কোনও হিন্দু বিবাহ। হিন্দু বিবাহে সাত পাকে বাঁধা, মালাবদল, সিঁদুরদানের মতো রীতি আন্তরিক ভাবে পালনের কথাও জানিয়েছেন তিনি।

এই মামলা সংক্রান্ত রায়ে লেখা হয়েছে, “যদি বিবাহ বৈধ বিবাহ না হয়, তাহলে তা আইনের চোখে বিবাহ বলে বিবেচিত হয় না। সপ্তপদী রীতি (সাত পাকে বাঁধা) হিন্দু আইন অনুযায়ী বিয়েক বাধ্যতামূলক অংশ। কিন্তু এ ক্ষেত্রে বৈধ বিবাহের প্রমাণের অভাব রয়েছে।”

স্মৃতি সিং নামের এক মহিলার সঙ্গে সত্যম সিংয়ের বিয়ে হয়েছিল ২০১৭ সালে। কিন্তু তার পর থেকে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। এর পর শ্বশুরবাড়ি থেকে চলে আসেন স্মৃতি। এবং পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারের অভিযোগ তুলে এফআইআরও দায়ের করেন তিনি। তদন্তের পর এ নিয়ে চার্জশিটও জমা দেয় পুলিশ। পরে সত্যম তাঁর স্ত্রী স্মৃতির বিরুদ্ধে বহুগামিতার অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই বিয়ে করেছেন স্মৃতি। এ নিয়ে অভিযোগও দায়ের করেন সত্যম। এই অভিযোগের প্রেক্ষিতে স্মৃতিকে ডেকে পাঠায় আদালত। সেই সমনকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানান স্মৃতি।

স্মৃতির সেই আবেদনের প্রেক্ষিতেই এই পর্যবেক্ষণ আদালত। আদালত জানিয়েছে, মামলার আবেদনকারী (স্মৃতি) যে দ্বিতীয় বিয়ে করেছেন, তাঁর কোনও প্রমাণ পায়নি পুলিশ। সপ্তপদীর মতো বেশ কিছু রীতি পালন ছাড়া সম্পূর্ণ হয় না হিন্দু বিবাহ। তাই স্মৃতির আবেদনে সাড়া দিয়ে সত্যমের তোলা অভিযোগ থেকে তাঁকে মুক্তি দিয়েছে আদালত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *