TMC Protest: মহুয়াকে চ্যাংদোলা, অভিষেককে টেনে হিঁচড়ে তুলল দিল্লি পুলিশ, দেখুন সব ছবি…
মঙ্গলবার যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি ছিল তৃণমূলের। সেখান থেকে ৫০ লক্ষ চিঠি কাঁধে করে নিয়ে কৃষিভবনের পথে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
সেখানে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাতের কথা ছিল অভিষেকদের। সেইমতো সময়ও দেওয়া ছিল মন্ত্রীর দফতরের তরফে।
কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও মন্ত্রী আসেননি বলে অভিযোগ। প্রথমে দুপুর ১২টায় দেখা করার কথা থাকলে পরে তা পিছিয়ে বিকেলে নিয়ে যান মন্ত্রী। তারপরও দেখা করেননি বলে অভিযোগ।
এরপরই কৃষি ভবনের করিডরে ধরনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, দোলা সেন, শান্তনু সেন, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, বিরবাহা হাঁসদারা।
সেখান থেকে দিল্লি পুলিশ তাঁদের উঠে যেতে বলে। তৃণমূলের প্রতিনিধিরাও অনড় ছিলেন, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করে ফিরবেন না। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
অভিষেককে টেনে তোলে দিল্লি পুলিশ। অভিষেকের হাতে তখনও সেই চিঠিগুলি।
মহুয়া মৈত্র যিনি দেশের একজন সাংসদ, তাঁকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনার তীব্র নিন্দা করেন এক্স হ্যান্ডেলে।
দিল্লির জিটিবি পুলিশ লাইন থেকে রাতেই বেরিয়ে আসেন অভিষেকরা।