Ram Baboo: ওয়েটার থেকে এশিয়ান গেমসে পদক, রাম বাবুর কাহিনি শুনলে চোখে জল আসবে – Bengali News | From waiter to gold medalist race walker in National Games 2022, Ram Baboo now won bronze in 35km Race Walk Mixed Team in Asian Games 2023 – 24 Ghanta Bangla News
Home

Ram Baboo: ওয়েটার থেকে এশিয়ান গেমসে পদক, রাম বাবুর কাহিনি শুনলে চোখে জল আসবে – Bengali News | From waiter to gold medalist race walker in National Games 2022, Ram Baboo now won bronze in 35km Race Walk Mixed Team in Asian Games 2023

হানঝাউ: ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই… অনেককেই এ কথা শুনতে হয়। তারপর একদিন সাফল্য ধরা দিলে… বাধনভাঙা খুশি ছাড়া আর কিছু হয় না। এক সময় রাস্তায় কাটত দিন, জীবন যাপনের জন্য ওয়েটারের চাকরিও করেছেন উত্তরপ্রদেশের সোনভদ্রের বহুরা গ্রামের রাম বাবু। কিন্তু কখনও নিজের লক্ষ্য থেকে সরে যাননি রাম বাবু। ২০১৮ সালে রামবাবু বাড়ি ছেড়েছিলেন নিজের স্বপ্নপূরণের জন্য। কাঁটায় ভরা পথ পেরিয়ে সেই রাম বাবু এখন বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করছেন। হানঝাউ গেমসে (Asian Games 2023) ৩৫ কিমি হাঁটা মিক্সড টিমের সদস্য ছিলেন রাম বাবু। মঞ্জু রানির সঙ্গে জুটিতে ব্রোঞ্জ পেয়েছেন তিনি। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন রাম বাবুর (Ram Baboo) জীবনের দুঃখের কাহিনি।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *