Murshidabad TMC: অতর্কিতে পরপর তিনটি গুলি, গলা ফুঁড়ে মৃত্যু প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর – Bengali News | Alleged murder of Trinamool leader in Murshidabad – 24 Ghanta Bangla News
Home

Murshidabad TMC: অতর্কিতে পরপর তিনটি গুলি, গলা ফুঁড়ে মৃত্যু প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর – Bengali News | Alleged murder of Trinamool leader in Murshidabad

মুর্শিদাবাদ: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীকে গুলি করে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের সুতির হাপানিয়া এলাকায়। মৃত তৃণমূল নেতার নাম প্রবীর দাস। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুতি থানার হাপানিয়া এলাকার বাসিন্দা প্রবীর দাস। প্রতিদিনের মতোই মঙ্গলবার সন্ধ্যায় নিজের মুরগির ফার্মে বসে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানাচ্ছেন, হঠাৎই কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়ে ফার্মে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই প্রবীরকে লক্ষ্য করে পর পর ৩ রাউন্ড গুলি করে। সোজা গুলি এসে ঢুকে যায় প্রবীর দাসের গলায়।

ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতচকিত হয়ে পড়েন ফার্মের অন্যান্য কর্মীরা। ওই গুলিবৃষ্টির মধ্যে সাহস করে কেউ এগিয়ে যেতে পারেননি। দুষ্কৃতীরা চলে গেলে তাঁরা দেখতে পান চৌকির ওপর উপুড় হয়ে পড়ে রয়েছেন প্রবীর। রক্তে ভেসে যাচ্ছে এলাকা।

তাঁকে উল্টে দেখতে পান প্রবীরের গলায় গুলি বিঁধে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। তাঁকে উদ্ধার করে মহিশাইল ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। যদিও কী কারণে জগতাই ২ নং পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যার স্বামীকে গুলি বিদ্ধ হতে হল, তা নিয়ে ধন্দে পরিবার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *