Mamata Banerjee On Sikkim Flood: তিস্তার ভয়াল গ্রাসে নিখোঁজ ২৩ জওয়ান, উদ্বিগ্ন মমতার সিকিমকে সাহায্যের আশ্বাস – Bengali News | Mamata Banerjee On Sikkim Flood: Mamata Banerjee is worried about the situation in Sikkim – 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee On Sikkim Flood: তিস্তার ভয়াল গ্রাসে নিখোঁজ ২৩ জওয়ান, উদ্বিগ্ন মমতার সিকিমকে সাহায্যের আশ্বাস – Bengali News | Mamata Banerjee On Sikkim Flood: Mamata Banerjee is worried about the situation in Sikkim

উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

কলকাতা: মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লোনক হ্রদে ফাটল। তিস্তার রুদ্ররূপ। পাহাড়ি এলাকার দু’কূল ভাসিয়ে নিয়ে গিয়েছে তিস্তা। ভেসে গিয়েছেন নদীর ধারে সেনাছাউনিতে থাকা ২৩ জন জওয়ান। সেনাবাহিনী সূত্রে খবর, তাঁদের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। জওয়ান নিখোঁজ ও সিকিমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিকিম প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘সিকিম সরকার চাইলে সব রকমভাবে পাশে রয়েছি।’ উত্তরবঙ্গের পরিস্থিতির ওপর বিশেষ ভাবে নজর রাখতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছেন রওনা হয়ে গিয়েছেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য এবং আইএএস আধিকারিকেরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *