ভিডিয়ো: বানরের পরিচ্ছন্নতা বোধে অবাক নেটিজেনরা – Bengali News | This Monkey Eats Only Clean And Hygienic Food
নয়াদিল্লি: মানুষ এ পৃথিবীর সবথেকে উন্নত প্রাণী। মানুষের সঙ্গে কাজের, আচার-ব্যবহারের সাদৃশ্য পাওয়া যায় বানরের। বানরকেও অত্যন্ত বুদ্ধিমান প্রাণী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এমনকি মানুষের সঙ্গে বানরের বেশ কিছু কাজের মিলও পাওয়া যায়। মানুষের দেখে অনেক কাজই নকল করে থাকে বানররা। সম্প্রতি বানরের এক কার্যকলাপের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে মানুষের সচেতনতা বোধের সঙ্গে বানরের মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখিয়ে দিচ্ছে বানরের স্বাস্থ্য সচেতনতা। কেবলমাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন খাবারই যে খাওয়া উচিত। বানরের আচরণ সে কথাও স্মরণ করাচ্ছে। বানরের এই আচরণে রীতিমতো অবাক নেটিজেনরা। বানরের প্রশংসাও শোনা যাচ্ছে তাঁদের মুখে।
ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি বানরকে একটি কেকের প্যাকেট দিলেন। কিন্তু কেকের প্যাকেটের গায়ে লেগেছিল নোংরা। তা দেখে বানরটি কেকের প্যাকেটটি আগে ভালো করে পরিষ্কার করল। তার পর তা দাঁতে করে ছিঁড়ল। শুধু তাই নয়। প্যাকেট থেকে কেক বের করেও এক বার ঝেরে নিল বাঁদরটি তার পর তা খাওয়া শুরু করল।
এই ভিডিয়োয় বানরের আচরণ অবাক করেছে নেটিজেনদের। তাঁরা বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলেছেন, “রাস্তার ধারের খাবার বিক্রেতাদের থেকে বানরের পরিচ্ছন্ন বোধ বেশি।” অপর এক জন লিখেছেন, “আমার বোনের থেকে বানরের বুদ্ধি বেশি দেখছি।”