Nadia: ব্যাগ-ফোন রেখে ব্রিজে উঠে ভাগীরথিতে ঝাঁপ দশম শ্রেণির ছাত্রীর – Bengali News | Nadia: 10th class girl leave her bag and phone and jumped in Bhagirathi River – 24 Ghanta Bangla News
Home

Nadia: ব্যাগ-ফোন রেখে ব্রিজে উঠে ভাগীরথিতে ঝাঁপ দশম শ্রেণির ছাত্রীর – Bengali News | Nadia: 10th class girl leave her bag and phone and jumped in Bhagirathi River

নদিয়া: সোমবার সাইকেল নিয়ে সোজা বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। তারপর সেতুর নিচে ব্যাগ মোবাইল ফোন রেখে ঝাঁপ দিল ভাগীরথিতে। শেষে নিখোঁজ কিশোরীর খোঁজে নামল বিপর্যয় মোকাবিলা দফতর। নিখোঁজ কিশোরীর নাম রিচা দাস (১৬)। দশম শ্রেণির ছাত্রী ছিল রিচা। তবে কী কারণে ঝাঁপ দিয়েছে এখনও স্পষ্ট হয়নি। এই ঘটনায় প্রেমের কোনও সম্পর্ক ছিল কি না তাও জানতে পারা যায়নি।

জানা গিয়েছে, রিচার বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে খবর, সোমবার আনুমানিক সাতটা নাগাদ বাড়ি থেকে বের হয় রিচা। এরপর সাইকেল নিয়ে চলে আসে গৌরাঙ্গ সেতুর উপর। এলাকাবাসী বলেছেন, সাইকেল-মোবাইল আর নিজের ব্যাগ রেখে ব্রিজ থেকে ঝাঁপ দেয়। রিচার প্রতিবেশী বিশ্বজিৎ কর বলেন, “আমি রাজমিস্ত্রির কাজ করি। আজ সকালে জানতে পারি যে ব্রিজ থেকে ঝাঁপ মেরেছে।”

এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগেই ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। দ্রুত তাঁরা পৌঁছে যান নবদ্বীপ থানায়। খবর দেওয়া হয় পুলিশে। নবদ্বীপ থানার পুলিশ খবর দেয় পরিবারে। এরপর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীরা স্পিড বোট ও ডুবুরি নামিয়ে নিখোঁজ হয়ে যাওয়া কিশোরীর তল্লাশি চালাতে শুরু করে ভাগীরথী নদীতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *