Bangkok mall shooting: ব্যাঙ্ককের শপিং মলে গুলিবৃষ্টি ১৪ বছরের কিশোরের! মৃত অন্তত ৩ – Bengali News | Bangkok Mall shooting: 14 year old suspected gunman arrested after killing 3 – 24 Ghanta Bangla News
Home

Bangkok mall shooting: ব্যাঙ্ককের শপিং মলে গুলিবৃষ্টি ১৪ বছরের কিশোরের! মৃত অন্তত ৩ – Bengali News | Bangkok Mall shooting: 14 year old suspected gunman arrested after killing 3

গুলি চালনার ঘটনায় গ্রেফতার ১৪ বছরের কিশোরImage Credit source: Twitter

ব্যাঙ্কক: থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের এক বিলাসবহুল মলে বন্দুকবাজের হামলা। গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। থাই পুলিশ অবশ্য জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক ১৪ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে সে হামলা চালিয়েছে, তা এখনও অজানা। থাই পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের পর এখন জেরা করা হচ্ছে।

সূত্রের খবর, হামলাটি হয়েছে সিয়াম প্যারাগন মলে। থাই জরুরি বিভাগের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দেখা যাচ্ছে, সন্দেহভাজনকে মাটিতে ফেলে পিছমোড়া করে তার হাতে হাতকড়া পরাচ্ছেন পুলিশ অফিসাররা। তার আগে, থাই পুলিশ ফেসবুকে ওই সন্দেহভাজনের একটি অস্পষ্ট ছবি প্রকাশ করেছিল। তারা আরও জানিয়ছে, বন্দুকবাজের পরণে ছিল খাকি রঙের কার্গো প্যান্ট এবং মাথায় ছিল বেসবল টুপি।

তার আগে অবশ্য ওই মলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় হামলার মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োগুলির একটিতে দেখা যাচ্ছে, নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে, শিশু-সহ বহু মানুষ মলের দরজা দিয়ে ছুটে বেরিয়ে আসছেন। আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, মলের ভিতরের এক রেস্তোরাঁয় এক অন্ধকার ঘরে লুকিয়ে আছেন বেশ কয়েকজন মানুষ। হামলাকারীকে গ্রেফতারের পরের মুহূর্তের ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। তিনি জানিয়েছেন, পুলিশকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জনগণের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী। আসলে, আমেরিকার পাশাপাশি, গুলি চালিয়ে নির্বিচারে হত্যার ঘটনা ক্রমে বাড়ছে। গত বছর, এক নার্সারিতে ছুরি-বন্দুক নিয়ে হামলা চালিয়েছিল এক প্রাক্তন থাই সেনা কর্মী। ২২জন শিশু তার হামলার বলি হয়েছিল। ২০২০ সলে থাইল্যান্ডের শহর নাখোন রতচসিমাতে অন্তত চার জায়গায় গুলি চালিয়েছিল থাই সেনার আরেক প্রাক্তন কর্মী। ২৯ জন মানুষের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ৫৭ জন। সেই তালিকায় এদিনের ঘটনাও যুক্ত হল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *