Abhishek Banerjee: কেন্দ্র না দিলে বেতনের টাকা থেকে একশো দিনের শ্রমিকদের প্রাপ্য মেটাবেন, দিল্লিতে ঘোষণা অভিষেকের – 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: কেন্দ্র না দিলে বেতনের টাকা থেকে একশো দিনের শ্রমিকদের প্রাপ্য মেটাবেন, দিল্লিতে ঘোষণা অভিষেকের

কলকাতা: যাঁদের একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, সেরকম ২৫০০ শ্রমিকের প্রাপ্য পারিশ্রমিক নিজের বেতনের টাকা দিয়ে মিটিয়ে দেওয়ার কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিল্লির যন্তর মন্তরে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচির মঞ্চ থেকে এই ঘোষণা করেন তৃণমূল সাংসদ৷ কলকাতা থেকে একশো দিনের যে শ্রমিকরা তৃণমূলের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন, সেরকম আড়াই হাজার শ্রমিকের জন্য এই ঘোষণা করেন অভিষেক৷

পাশাপাশি, দিল্লিতে তৃণমূলের কর্মসূচি শেষ হওয়ার পর যদি তাঁদের কোনও নেতা, কর্মীর গায়ে আঁচড় লাগে তাহলে তার পাল্টা প্রভাব যে বাংলার বিজেপি নেতাদের উপরে পড়বে, সেই ইঙ্গিতও দিয়েছেন অভিষেক৷ প্রসঙ্গত, গতকালই রাজ ঘাটে তৃণমূলের ধরনায় বাধা দিয়েছিল দিল্লি পুলিশ৷ তৃণমূলের নেতা, কর্মীদের সঙ্গে দিল্লি পুলিশের ধস্তাধস্তিও হয়৷

আরও পড়ুন: পুজো মিটলেই দ্বিতীয় হুগলি সেতুতে টানা ৬ মাস যান নিয়ন্ত্রণ! বিরাট ভোগান্তির আশঙ্কা

এ দিনও যন্তর মন্তরের বিক্ষোভ সমাবেশ থেকে বাংলার বকেয়া টাকা আটকে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও দেখা করতে যাওয়ার কথা অভিষেকের৷ বাংলা থেকে নিয়ে যাওয়া প্রায় পঞ্চাশ লক্ষ চিঠিও কেন্দ্রীয় মন্ত্রীর টেবিলে পৌঁছে দেওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক৷

কেন্দ্রীয় মন্ত্রীর থেকে সদুত্তর না পেলে আজই দিল্লি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথাও জানিয়েছে অভিষেক৷ কেন্দ্র প্রাপ্য না মেটালে আগামী দিনে যন্তর মন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এক লক্ষ মানুষের জমায়েত করে সভা করার ঘোষণাও করেন অভিষেক৷

একই সঙ্গে অভিষেক বন্দ্য্যোপাধ্যায় জানান, একশো দিনের যে শ্রমিকরা টাকা পাওয়ার দাবিতে দিল্লিতে এসে তৃণমূলের বিক্ষোভে যোগ দিয়েছেন, আগামী দু মাসের মধ্যে তাঁদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে৷ এর জন্য দলের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনুরোধ করা হবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য সরকার অপারক হলে দলের পক্ষ থেকে তাঁরা নিজেদের বেতনের টাকা দিয়ে এই আড়াই হাজার শ্রমিকের বকেয়া মেটানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অভিষেক৷ বাকি যে ২০ লক্ষ মানুষের টাকা কেন্দ্র আটকে রেখেছে, তাঁদের প্রাপ্য মিটিয়ে দিতে ছ মাস সময় চেয়ে নিয়েছেন তৃণমূল শীর্ষ নেতা৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সদুত্তর পেেল ভাল৷ না হলে আজই হেঁটে আম্বেদকর ভবনে গিয়ে আমি পরবর্তী কর্মসূচি ঘোষণা করব৷ আর আমাদের কারও গায়ে যদি আঁচড় লাগবে, মনে রাখবেন আপনাদের সরকারের অনেক প্রতিনিধি বাংলাতেও থাকেন৷ ভয় দেখাচ্ছি না, চমকাচ্ছি না৷ শান্তি, সংহতির কথা বলছি৷ আপনারা যে ভাষা বোঝেন, তৃণমূল সেই ভাষায় উত্তর দিতে জানে৷ তৃণমূলের সৌজন্যতাকে দুর্বলতা মনে করবেন না৷ অনেকে ইডি, সিবিআইয়ের কাছে মাথানত করেছে। আমরা করব না।’

অভিষেক এ দিন জানান, পায়ে চোট লাগার কারণেই চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কারণেই কথা থাকলেও দিল্লির কর্মসূচিতে যোগ দিতে পারেননি তিনি৷ তবে এ বারেও কেন্দ্র বাংলার বকেয়া না মেটালে দু মাসের মধ্যে এক লক্ষ মানুষের উপস্থিতিতে দিল্লিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন বলেও দাবি করেছেন অভিষেক৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Abhishek Banerjee, TMC

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *