দেশজুড়ে চলছে ‘স্বচ্ছতা পখওয়াড়া’, অভিযান চালানো হচ্ছে স্টেশনে স্টেশনে Ministry Of Railways Launches Swachhata Pakhwada 2023 Several steps taken – News18 Bangla
কলকাতা : প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত মিশন’-এর আহ্বান অনুসারে ১৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ভারতীয় রেলওয়েতে স্বচ্ছতা পখওয়াড়া পালন করা হচ্ছে। দেশব্যাপী এই অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পখওয়াড়ার সমাপ্তির সঙ্গে তার প্রাঙ্গনে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। এই অভিযান জনগণকে সঠিক স্বাস্থ্যবিধি পালনের ক্ষেত্রে সচেতন করা, খোলা মলত্যাগ থেকে বিরত থাকা এবং স্টেশন ও রেলপথ পরিষ্কার রাখার জন্য চালু করা হয়েছে।
প্রথম দিন থেকে, রেলওয়ে কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং যাত্রীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য রেলওয়ে কলোনি, কর্মস্থলী এবং স্টেশন চত্বরে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। পক্ষব্যাপী এই প্রচার অভিযানে স্বচ্ছ সচেতনতা, স্বচ্ছ যোগাযোগ, স্বচ্ছ স্টেশন, স্বচ্ছ রেলগাড়ি, স্বচ্ছ পরিসর, স্বচ্ছ আহার, স্বচ্ছ নীর এবং স্বচ্ছ প্রসাধনের উপর গুরুত্ব দেওয়া হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে পাঁচটি ডিভিশনেই স্বচ্ছতা সেমিনার এবং সচেতনতা শিবির অনুষ্ঠিত করা হয়।
স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে নুক্কড় নাটকের আয়োজন করা হয় এবং যাত্রীদের সচেতনতার জন্য বিভিন্ন স্টেশনে স্বচ্ছতা অভিযানের বার্তা বাজানো হয়। স্বচ্ছতা সংক্রান্ত সমস্ত কার্যক্রম এবং উদ্ভাবনমূলক অনুশীলনের নিয়মিত আপডেটগুলি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
এই অভিযান উপলক্ষে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পাঁচটি ডিভিশন দ্বারা প্ল্যাটফর্ম, স্টেশন চত্বর, বিভিন্ন রেলস্টেশনের সার্কুলেটিং এলাকা, হাসপাতাল চত্বর ইত্যাদিতেও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বচ্ছতা পখওয়াড়ার অংশ হিসেবে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে, নির্মাণ সংস্থার জেনারেল ম্যানেজার শ্রী সুনীল কুমার ঝা মালিগাঁওস্থিত নির্মাণ অফিসে নির্মাণ সংস্থার সিনিয়র আধিকারিক এবং কর্মীদের উপস্থিতিতে গান্ধিজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।স্বচ্ছতা পখওয়াড়া হল রেলওয়ের জন্য ট্রেন, স্টেশন, আশেপাশের এলাকা, রেলওয়ে কলোনি, স্কুল এবং রেল হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করার জন্য তাদের প্রচেষ্টা দেখানোর একটি সুযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Train