দিল্লিতে তৃণমূলের ধর্নামঞ্চেও ভূমিকম্পের কম্পণ! ঘাবড়ে গেলেন বেশ কয়েকজন নেতা – News18 Bangla – 24 Ghanta Bangla News
Home

দিল্লিতে তৃণমূলের ধর্নামঞ্চেও ভূমিকম্পের কম্পণ! ঘাবড়ে গেলেন বেশ কয়েকজন নেতা – News18 Bangla

নয়া দিল্লি: নেপালের ভূমিকম্পের জেরে কাঁপল দিল্লি, পঞ্জাব-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যের ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়। অন্যদিকে, এই সময়ে দিল্লির যন্তর মন্তর চত্বরেও ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়। এতে বেশ কয়েকজন নেতা সাময়িক ভাবে ঘাবড়ে যান। তবে কিছুক্ষণ পরে বোঝা যায় ভূমিকম্পের জেরে এই কম্পণ হয়েছে। তারপরে সকলেই পরিস্থিতি বুঝতে পারেন।

প্রসঙ্গত, এদিন দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। দুটি ভূমিকম্পের উৎসস্থলই নেপাল। এদিন দুপুরে রাজধানী দিল্লি-সহ একাধিক জায়গায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬, রিখটার স্কেলে অপর ভূমিকম্পের মাত্রা হল ৬.২। দুটি ভূমিকম্পের উৎসস্থল নেপাল। ১ মিনিটেরও বেশি সময় ধরে চলে কম্পন। কম্পনের জেরে আতঙ্কের সৃষ্টি হয় বিভিন্ন এলাকায়।

 

এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট করেন। এর পাশাপাশি উত্তর এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্যদিকে গতকাল একটি ভূমিকম্প অনুভূত হয় মেঘালয়ে। তার জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ জায়গায় কম্পণ অনুভূত হয়েছিল।

আরও পড়ুন, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ! আজ ডিভিশন বেঞ্চে অভিষেক

আরও পড়ুন, আজ ফের সরগরম রাজধানী, দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি

ধূপগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার, মালদা বালুরঘাট এবং রায়গঞ্জে-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছিল। শিলিগুড়িতে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৩ ধরা পড়েছে। এই ভূমিকম্পের কম্পণ টের পাওয়া যায় ঢাকাতেও। এই ভূমিকম্পেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Earthquake, TMC

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *