Ration Dealer : রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রীর কাছে – ashani mukhopadhyay went to food minister rathin ghosh complaining of not opening regular shops in barasat and misbehaving with customers – 24 Ghanta Bangla News
Home

Ration Dealer : রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রীর কাছে – ashani mukhopadhyay went to food minister rathin ghosh complaining of not opening regular shops in barasat and misbehaving with customers

এই সময়, বারাসত: নিয়মিত দোকান না খোলা, গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহার করা-সহ দূরের উপভোক্তাদের রেশন সামগ্রী না দিয়ে ফিরিয়ে দেওয়া-সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে হাজির বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়। অভিযোগ শুনে ওই রেশন ডিলারের অধীনে থাকা উপভোক্তাদের নতুন রেশন ডিলার নিয়োগ করার জন্য মহকুমা খাদ্য নিয়ামক আধিকারিককে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী।

Aadhaar Biometric Fraud : রেশনে ই-পস মেশিনে আঙুল ঠেকাতেও ভয়

শনিবার উপভোক্তা সম্পর্ক অভিযানে খাদ্যমন্ত্রীকে কাছে পেয়ে অনেক উপভোক্তারাই অভিযোগ জানিয়েছেন। এই অভিযান রবিবার পর্যন্ত চলবে। রেশন সামগ্রীর গুণগতমান, সঠিক পরিমাপ, দুয়ারে রেশন নিয়মিত হচ্ছে কি না ছাড়াও রেশন ডিলারদের কোনও খামতি রয়েছে কি না, সে সব জানতেই রাজ্য খাদ্য দপ্তর উদ্যোগী হয়েছে। এই অভিযানে মাঠে নেমে সব জানার চেষ্টা করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এ দিন জেলা সদরের ৬টি রেশন দোকান পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী।

Biriyani : বিরিয়ানিতে ক্ষতিকর রং, বাসি মাংস! পুজোর আগে অভিযান চালিয়ে হতবাক খাদ্য সুরক্ষা দফতর
মহকুমা স্তরের আধিকারিকদের নিয়ে এই অভিযানে প্রথমে আসেন বারাসতের ডাকবাংলো মোড় সংলগ্ন কনজিউমার কো-অপারেটিভের ৮ নম্বর এফআর শপে। খাদ্যমন্ত্রী রেশন ডিলারের ঘরে মজুত খাদ্যের পরিমাণ দেখার পর উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। গ্রাহকদের কয়েকজন দুয়ারে রেশনের দিন এবং কোথায় দেওয়া হচ্ছে, সেই তথ্য জানতে পারছেন না বলে এ দিন খাদ্যমন্ত্রীকে জানান। খাদ্যমন্ত্রী রেশন ডিলারকে চটজলদি সমস্যা সমাধানের নির্দেশ দেন।

Low Investment Business Idea: মাত্র 10 হাজারে শুরু করুন ব্যবসা, বাড়ি এসে জিনিস নিয়ে যাবে খরিদ্দারেরা
এর পরেই তিনি আসেন বারাসতের অশ্বিনিপল্লির ৫০ নম্বর রেশন দোকানে। সেখানে টাকার বিনিময়ে রেশন সামগ্রী বিক্রি করা হচ্ছে বলে ডিলারের বিরুদ্ধে অভিযোগ শুনেছিলেন খাদ্যমন্ত্রী। এর পর বারাসতের গোবিন্দ ব্যারাকে আর একটি দোকানে আসেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রীর সামনেই রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হতে দেখা যায় বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়কে। অভিযোগ, সার্ভারের সমস্যার অজুহাত দেখিয়ে দূরের গ্রাহকদের ঠিক সময়ে রেশন সামগ্রী দেওয়া হয় না।

Prime Minister Narendra Modi Birthday : ৭৩-এ পা মোদীর, প্রধানমন্ত্রীর ‘বার্থ ডে’ প্ল্যানিং কী?
এ ছাড়াও নিয়মিত রেশন দোকান খোলা রাখেন না বলে ওই রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ তোলেন পুরসভার চেয়ারম্যান। খাদ্যমন্ত্রী ডিলারের কাছে সব অভিযোগের কৈফিয়ত জানতে চান। রথীন পরে বলেন, ‘রেশন সংক্রান্ত বিষয়গুলো সরাসরি জানার জন্যই উপভোক্তা সম্পর্ক অভিযান। রেশন ডিলারদের কোনও সমস্যা আছে কি না, তাও জানার চেষ্টা হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *