Suvendu Adhikari News : ‘মমতাকে লুকিয়ে বুদ্ধবাবুর অনুরোধ রেখেছি…’, হলদিয়ায় বিস্ফোরক শুভেন্দু – suvendu adhikari claims to help ex chief minister buddhadeb bhattacharjee for industrialisation at haldia – 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari News : ‘মমতাকে লুকিয়ে বুদ্ধবাবুর অনুরোধ রেখেছি…’, হলদিয়ায় বিস্ফোরক শুভেন্দু – suvendu adhikari claims to help ex chief minister buddhadeb bhattacharjee for industrialisation at haldia

মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত শিল্প বিরোধী। বাম জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লুকিয়ে হলদিয়া এনার্জিকে জমি কেনার ব্যবস্থা করে দিয়েছিলাম। বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে তিনি এটা করেছিলেন বলে জানালেন নন্দীগ্রামে BJP বিধায়ক।

Suvendu Adhikari : ‘৩ ঘণ্টায় উৎখাত করব’ হলদিয়ায় তৃণমূল শ্রমিক সংগঠনকে হুঁশিয়ারি শুভেন্দুর

কী বললেন শুভেন্দু?

শুভেন্দু এদিন জানান, ২০১০ সালে সাংসদ হিসেবে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে হলদিয়া এনার্জিকে শিল্পায়নের জন্য জমি পাইয়ে দিয়েছিলেন। তাঁর দাবি, ‘ আপনারা হলদিয়া এনার্জির মালিক সঞ্জীব গোয়েঙ্কার থেকে বিষয়টি জেনে নেবেন।’ হলদিয়ায় শিল্প গড়তে জমি ৩৫ লাখ টাকা একর পিছু এবং জলা জমি ২৫ লাখ একর পিছু দামে কেনার ব্যবস্থা দাবি করলেন তিনি।

Suvendu Adhikari News : ‘প্রামাণ্য নথি আছে…’, অভিষেকের ‘কোম্পানি’ ইস্যুতে গৌতম দেবকেও উল্লেখ শুভেন্দুর
মুখ্যমন্ত্রীর শিল্পনীতি বিরোধিতা

এদিন শুভেন্দু দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই রাজ্যে শিল্প আসছে না। তিনি এতটাই শিল্প বিরোধী এবং জমি নীতিতে ভুল রয়েছে। হলদিয়া শিল্পাঞ্চলে গত তিন বছর কোনও উন্নতি ঘটানো হয়নি বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, তিন বছর আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার সময় তিনি ওই পদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসেন।

Sisir Adhikari News : সাংসদ শিশিরকে ঘিরে ‘চোর’ স্লোগান! ভোট দিতে গিয়ে ‘বিব্রত’ বিরোধী দলনেতার বাবা
শিল্পায়নে মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, শিল্পায়নের বার্তা দিতে বর্তমানে স্পেন সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ফুটবলের উন্নয়ন এবং শিল্প সম্ভাবনা গড়ে তোলার জন্যেই তাঁর এই সফর বলে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে। মাদ্রিদ থেকে বার্সেলোনা সফর করছেন তিনি। যদিও, এই বিদেশ ভ্রমণ লোক দেখানো বলেই মত ব্যক্তি করেছে রাজ্যের বিরোধী দলগুলি।

‘ফিরে আসব ভাবেনি, তাই স্পিড ডিভাইস গুছিয়ে ফেলেছে’

হলদিয়ায় বিশ্বকর্মা পুজোয় শুভেন্দু

সোমবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে টাটা স্টিল এন্ড টাটা পাওয়ার কন্ট্রাক্টর মজদুর সংঘের পুজোয় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। এদিনের পুজোর অনুষ্ঠান থেকেই তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সরব হন শুভেন্দু। তিনি জানান, হলদিয়ায় শ্রমিকদের দাপিয়ে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেস আদতে শিল্প বিরোধী। রাজ্যে পালাবদলের পর পরের দিনেই তিন ঘণ্টার মধ্যে তিনি হলদিয়ার কারখানা থেকে সমস্ত তৃণমূল পন্থী শ্রমিক সংগঠন উৎখাত করবেন বলেও হুঁশিয়ারি দেন। লোকসভা নির্বাচনে হলদিয়া, কাঁথি এলাকা থেকে বিজেপি সাংসদ আসন দুটি জিতে নেবে বলেও দাবি করেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *