Digha Beach News: সিঙ্গাপুরের মজা দিঘাতেও! এবার তৈরি হচ্ছে ‘আন্ডার ওয়াটার পার্ক’, কী থাকবে সেখানে? – now under water park will be build at digha sea like singapore
রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘাকে আরও পর্যটকমুখী করতে এবং দিঘাকে সাজিয়ে তোলার লক্ষ্যে একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে রাজ্য সরকার। ঝাঁ চকচকে রাস্তা, পার্ক, ডিজিটাল অডিও ভিজুয়াল পরিষেবা সর্বপরি জগন্নাথ ধাম মন্দির গড়ে উঠেছে। কিছু দিনের মধ্যে দিঘায় জগন্নাথ ধাম মন্দির সাধারণ মানুষের জন্য উদ্বোধন করে দেওয়া হবে। আবারও দিঘার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। এবার দিঘার সমুদ্রে জলের তলায় ভ্রমণ করার জন্য গড়ে উঠতে চলছে ‘আন্ডার ওয়াটার পার্ক’। সিঙ্গাপুরের ধাঁচে সমুদ্রের জলের নীচে টানেলে নেমে জলের নীচে সমস্ত প্রাণীদের দেখা যাবে বলে জানা গিয়েছে।
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানসকুমার মন্ডল জানান, ‘রাজ্য সরকারের নির্দেশ মতো দিঘায় একের পর এক উন্নয়নমূলক কাজ হয়ে চলেছে। এবার দিঘায় ‘আন্ডার ওয়াটার পার্ক’ গড়ে উঠতে চলেছে। হিডকো সংস্থাকে এই পার্কটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। হিডকোই এই প্রকল্পের DPR তৈরি করবে।’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জলের নীচে এই পার্ক তৈরির প্রস্তুতি। ইতিপূর্বে দিঘায় পর্যটকদের জন্য জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হয়েছে। সেই কাজ শেষের পথে। আগামী বছর শুরুর দিকে লোকসভা ভোটের আগেই মন্দিরের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে দিঘাকে গোয়ায় পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একাধিকবার দিঘার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। ধীরে ধীরে আধুনিক ও উন্নতমানের পরিষেবা দিঘায় গড়ে তোলা হচ্ছে। এখন দেখার দিঘায় কত দ্রুত ‘আন্ডার ওয়াটার পার্ক’ গড়ে ওঠে।