India beats Sri Lanka to reach final – 24 Ghanta Bangla News
Home

India beats Sri Lanka to reach final

ভারত: ২১৩-১০ (রোহিত শর্মা ৫৩, রাহুল ৩৮, ওয়েলালাগা ৫-৪০)
শ্রীলঙ্কা: ১৭২-১০ (ওয়েলালাগা ৪২, ধনঞ্জয় ৪১, জাদেজা ২-৩৩)
ভারত ৪১ রানে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এশিয়া কাপের ফাইনালে ভারত। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়ার তাজ দখলের চূড়ান্ত পর্যায়ে খেলা নিশ্চিত করে ফেলল ভারত। টিম ইন্ডিয়ার ২১৩ রানের জবাবে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা।

দুনিথ ওয়েলালাগা। বয়স মাত্র ২০। আর এই বয়সেই কার্যত একা গোটা ভারতীয় দলের বিরুদ্ধে লড়াই করে গেলেন। প্রথমে বল হাতে ৫টি উইকেট। তারপর ব্যাট হাতে অপরাজিত ৪২ রান। তাতে জয় হয়তো এল না। কিন্তু বিশ্ব ক্রিকেট উদীয়মান এক তারার খোঁজ পেয়ে গেল। একা ওয়ালেলাগার লড়াই ভারতকে খানিক বেগ দিলেও শ্রীলঙ্কাকে হারাতে বিশেষ অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার। শেষপর্যন্ত ৪১ রানে ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত।

[আরও পড়ুন: ৩৬ ঘণ্টা পেরিয়েও অধরা সমাধান, বিমান বিভ্রাটে এখনও দিল্লিতে আটকে কানাডার প্রধানমন্ত্রী]

এদিনও প্রথমে ব্যাট করে ভারতের শুরুটা ভালই হয়েছিল। অধিনায়ক রোহিত এবং শুভমান শুরুর দিকে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছিলেন। ৮০ রানের মাথায় দুনিথ ওয়েলালাগা গিলের উইকেটটি তুলে নিতেই শুরু হয় ভাঙন। আগের দিনের সেঞ্চুরিয়ন বিরাট এদিন ফেরেন মাত্র ৩ রান করে। তাঁকেও আউট করেন ওই তরুণ বাঁহাতি স্পিনার। এক বল পরেই আউট হয়ে যান রোহিত। ভারত তখন ৯১ রানে ৩ উইকেট খুইয়ে ধুঁকছে। সেখান থেকে জুটি বেঁধে পালটা লড়াই শুরু করেন ঈশান এবং রাহুল। ৬৩ রানের জুটি ভাঙেন সেই ওয়ালেলাগাই। এবার তিনি তুলে নেন রাহুলকে (৩৯)। এরপর দ্রুত আউট হয়ে যান হার্দিক (৫), ঈশান (৩৩), জাদেজা(৪)। শেষদিকে বুমরাহ এবং সিরাজকে সঙ্গে নিয়ে লড়াই করেন অক্ষর প্যাটেল (২৬)। তাঁর লড়াকু ইনিংসেই ২১৩ রান তোলে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল (KL Rahul) এবং হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় দলের সেরা ব্যাটাররা শিকার হলেন দিনুথ ওয়েলালাগের।

[আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতা মামলায় কেন্দ্রের আরজি খারিজ, শুনানি নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী হয় শ্রীলঙ্কার। মাত্র ২৫ রানের মধ্যেই ৩ উইকেট তুলে নেন ভারতের পেসাররা। তারপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন কুশল মেন্ডিস এবং সামারাবিক্রমা। কিন্তু সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। সামারবিক্রমা আউট হন দলের ৬৮ রানে। দ্রুত ফিরে যান কুশল মেন্ডিসও। অধিনায়ক সনাকাও বেশিক্ষণ ক্রিজে দাঁড়াননি। ফলে একটা সময় ৯৯ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। কিন্তু সেখান থেকে অনবদ্য জুটি বাধেন বল হাতে এদিনের নায়ক ওয়েলালাগে এবং ধনঞ্জয় দ্য সিলভা। সপ্তম উইকেটের ওই জুটিতে ৬৩ রান তুলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। কিন্তু ১৬২ রানে ধনঞ্জয় আউট হতেই ম্যাচের ফলাফল কার্যত স্পষ্ট হয়ে যায়। শ্রীলঙ্কার শেষ তিন উইকেট ব্যাটার হয়ে যান ১০ রানের মধ্যে। শেষ ওভারে ২ উইকেট নিয়ে কেরিয়ারের ১৫০ রানে পৌঁছে যান কুলদীপ। ফলে ১৭২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারত ম্যাচ জেতে ৪১ রানে।

এই নিয়ে দশমবার এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। ইতিমধ্যেই সাতবার চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এবার শ্রীলঙ্কা এবং পাকিস্তান ম্যাচে যারা জিতবে তারাই ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *