Elderly man died in Barasat as he tried to stop quarrel among children
Published by: Paramita Paul | Posted: September 9, 2023 2:45 pm| Updated: September 9, 2023 2:45 pm

অর্ণব দাস, বারাসত: গুলি খেলা নিয়ে পাড়ার বাচ্চাদের মধ্যে ঝগড়া। আর সেই বচসা থামাতে গিয়ে প্রাণ গেল এক বৃদ্ধের। শনিবার দুপুরের এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের বিজয় নগর এলাকায়। পাড়ারই এক যুবকের বিরুদ্ধে বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বারাসত ১৫ নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাণীকণ্ঠ নগর সি ব্লকে গুলি খেলছিল পাড়ারই বাচ্চারা। গুলি কেড়ে নেওয়া ঘিরে দুই বাচ্চার মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। কাড়াকাড়ি করতে গিয়ে এক শিশুর কপাল কেটে যায়। এরপরই বাচ্চাদের পরিবারের সদস্যরা অশান্তিতে জড়িয়ে পড়েন। একটি বাচ্চার দাদু পানু মণ্ডল অশান্তি থামাতে গেলেই বিপত্তি বাঁধে।
[আরও পড়ুন: জেলে বসেই অপারেশনের ছক! মাত্র ১০ দিনে পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির কিনারা]
বাড়ির বড়দের মধ্যে অশান্তি বাঁধে। কথা কাটাকাটি পৌঁছে যায় হাতাহাতিতে। অভিযোগ বাপ্পা সর্দার নামে এক যুবক ওই এলাকারই বাসিন্দা পানু মণ্ডলকে মারধর করতে শুরু করে। পরপর ঘুঁষি মারে তাঁকে। আর সেই মারধরের পরেই মৃত্যু হয় বৃদ্ধের।
স্থানীয় বাসিন্দারা পানু মণ্ডলকে উদ্ধার করে ভ্যানে চাপিয়ে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বারাসত হাসপাতালে পানু মণ্ডলকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এর পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বারাসাত থানার পুলিশ অভিযুক্ত বাপ্পা সর্দারকে গ্রেপ্তার করেছে।
[আরও পড়ুন: চিকিৎসার ‘গাফিলতি’, সদ্যোজাতর মৃত্যুতে নার্সিংহোম ভাঙচুর পরিবারের]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ