Teachers Day 2023-Viral News: শিক্ষক দিবসে বাটি হাতে, হাওড়া স্টেশনে ভিক্ষা করছেন শিক্ষকরা! কারণ জানলে চমকে যাবেন – 24 Ghanta Bangla News
Home

Teachers Day 2023-Viral News: শিক্ষক দিবসে বাটি হাতে, হাওড়া স্টেশনে ভিক্ষা করছেন শিক্ষকরা! কারণ জানলে চমকে যাবেন

হাওড়া: বাটি হাতে অথছ বুটশুট পরে বাসস্ট্যান্ডে এরা কারা? দেখামাত্রই রীতিমতো শোরগোল সাধারণ মানুষের। পরনে ফুল হাফ শার্ট, ভাল পোশাক পরে ভিক্ষা করছেন এমন বেশ কয়েকজনকে দেখা গেল। মঙ্গলবার অবাক করার মত ঘটনাই জনসমক্ষে। এমন চিত্র দেখে কৌতূহলের শেষ নেই। তবে সামনাসামনি দেখলে আসল কারণ জানা যায়। আসলে এরা সবাই শিক্ষক ! মঙ্গলবার সকলে হতচকিয়ে গেল ঐতিহ্যবাহী হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া বাসস্ট্যান্ডে এই দেখে!

তাও আবার শিক্ষক দিবসের এই বিশেষ দিনে। বাটি হাতে ভিক্ষা করছেন খোদ শিক্ষকরাই ! এ কেমন সময়? মানুষ তৈরির কারিগরের এমন দশা। মঙ্গলবারের বৃষ্টিকে উপেক্ষা করে দুপুরে এই দৃশ্য দেখা যায় হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া বাস স্ট্যান্ডে। রাজ্যের বঞ্চনার প্রতিবাদে সরকারি স্কুলের অস্থায়ী কারিগরি বিষয়ের শিক্ষকরা। এই প্রতীকী প্রতিবাদ দেখান। আরও জানা গিয়েছে, রাজ্যের কয়েকশো সরকারি স্কুলে কারিগরি শিক্ষা বিষয়ে পড়ান চুক্তিবদ্ধ অস্থায়ী শিক্ষকরা।

আরও পড়ুন:  জন্মাষ্টমীতে তুলসি পাতা ব্যবহার করুন এই নিয়মে! শ্রীকৃষ্ণের দয়ায় ফিরবে ভাগ্য!

তারা কারিগরি শিক্ষা দফতরের অধীনে স্বাস্থ্য, ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার নিয়ে শিক্ষাদান করেন। বাইরের এজেন্সিতে তাদের নিয়োগ হলেও এইসব শিক্ষকরা পড়ান সরকারি স্কুলে। শিক্ষকদের সংগঠন ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর সদস্যরা। মঙ্গলবার হাওড়া বাসস্ট্যান্ডে ও বাসে বাটি হাতে ভিক্ষা করেন। সঙ্গে দুটো ছাগল নিয়ে আসেন। তাদের অভিযোগ দীর্ঘদিন তারা কোন বেতন পাচ্ছে না। এর পাশাপাশি এজেন্সির অধীনে কাজ করার কারণে তারা কোন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে না । তাদের স্থায়ীকরণ করা হচ্ছে না। এরই প্রতিবাদে তারা প্রতীকী প্রতিবাদ করেন।

রাকেশ মাইতি

Published by:Piya Banerjee

First published:

Tags: Howrah news, Teachers Day, Viral News

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *