লক্ষ্য চব্বিশের নির্বাচন, আজ বড়সড় সংগঠনিক বৈঠকে বসছে বঙ্গ বিজেপি – News18 Bangla
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: লক্ষ্য চব্বিশের নির্বাচন। আজ, সোমবার বড়সড় সংগঠনিক বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ছাড়াও রাজ্য বিজেপির পদাধিকারীরাও আজকের বৈঠকে উপস্থিত থাকবেন। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে দলের প্রচার কৌশল-সহ একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।
বর্তমানে ঘরোয়া কোন্দল ও চরম গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এই বৈঠক থেকে কড়া বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সাংগঠনিক স্তরে বিভিন্ন রদবদলের পর পরই প্রকাশ্যে এসেছে বঙ্গ বিজেপির কোন্দল। সেই জায়গায় দাঁড়িয়ে দলের অনুশাসন মেনে চলতে হবে, খোদ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের এই বার্তার পরেও গৃহযুদ্ধের ছবির যে তেমন বদল হয়নি বলেই মনে করছে দলেরই একটা অংশ। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে বাংলায় তাদের কি স্ট্যাটেজি হবে, আজকের বৈঠকে তা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- শুধু ধনী ব্যক্তিদেরই ডেট করেন এই মহিলা, প্রথম ডেটেই দেখতে চান সঙ্গীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট !
তৃণমূল স্তরে বিজেপির সংগঠন যে এখনও বেশ নড়বড়ে তা কার্যত স্বীকার করে নিয়েছেন এ রাজ্যের বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। পশ্চিমবঙ্গের সংগঠনের এই বেহাল দশা থাকলে যে লোকসভা ভোটে লক্ষ্যমাত্রা পূরণে পৌঁছনো যাবে না, সেকথা মাথায় রেখেই বঙ্গ বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এখন প্রধান লক্ষ্য গেরুয়া শিবিরের।
লোকসভা ভোটের আগে প্রচারে মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল বাংলার মানুষের দুয়ারে পৌঁছে দিতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। তাছাড়া পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এ রাজ্যে শীঘ্রই অমিত শাহ, জে পি নাড্ডা-সহ একাধিক শীর্ষ নেতাদের সফরের আগে কার্যত সব ক্ষেত্রেই হোমওয়ার্ক করে রাখতে চাইছে বঙ্গ বিজেপি। আর সেই লক্ষ্যেই আজ, সোমবার কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির সল্টলেক কার্যালয়ে বৈঠকে বসতে চলেছে বঙ্গ পদ্ম শিবির বলেই খবর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, West Bengal BJP