Man Shares Dying Wife’s ‘Ungrateful’ Last Request – News18 Bangla
প্রতিদিন চোখের সামনে দেখছেন, সময় শেষ হয়ে আসছে স্ত্রীর। ধীরে ধীরে মৃত্যুর আরও কাছে এগিয়ে যাচ্ছে জীবনসঙ্গী। হাতে আর মাত্র ৯ মাস বাকি। মৃত্যুপথযাত্রী স্ত্রীর প্রতিটা ইচ্ছে পূরণ করার সবরকম চেষ্টা করে যাচ্ছেন স্বামী। আপ্রাণ চেষ্টা করছেন, যাতে স্ত্রীর জীবনের শেষ ক’টা দিন আনন্দে ভরে ওঠে। চেষ্টা করছেন স্ত্রীর সব ইচ্ছাকে মর্যাদা দেওয়ার। এই পরিস্থিতিতে এমন এক অনুরোধ করে বসলেন স্ত্রী, যা দম্পতির জীবন ওলট-পালট করে দিল।
তবে খোলসা করেই বলা যাক। সম্প্রতি এক যুবক সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ। চিকিৎসক জানিয়ে দিয়েছেন, আর মাত্র ৯ মাস বাঁচবেন তিনি। স্বাভাবিকভাবেই জীবনের শেষ দিনগুলিতে স্ত্রীকে সর্বোতভাবে খুশি রাখতে চেষ্টা করে যাচ্ছেন যুবক। চেষ্টা করছেন, স্ত্রীর সব ইচ্ছা পূরণ করতে। রোগের থাবায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছেন স্ত্রী। হয়তো আর কিছুদিনের মধ্যে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়বেন। এই অবস্থায় স্ত্রী জানান, তাঁর শেষ ইচ্ছার কথা। আর এই শেষ ইচ্ছাই স্বামী-স্ত্রীর সুন্দর সম্পর্কে রাহুর মত প্রবেশ করল।
সোশ্যাল মিডিয়ায় যুবকের স্বীকারোক্তি, তাঁর স্ত্রীর শেষ ইচ্ছা ছিল একবার শেষবারের মত তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সঙ্গম করতে চান। যুবকের ভাষায়, ” আমার স্ত্রী মনে করে তার প্রাক্তন প্রেমিক-ই তাঁকে জীবনে সবথেকে বেশি যৌনসুখ দিয়েছে।” স্ত্রীর এমন মনের ইচ্ছা দ্বিধায় ফেলে দেয় যুবককে। তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না, সেই মানুষটা, যাকে তিনি ভালবাসেন, অন্য কারও সঙ্গে যৌনতায় মাতবেন। যুবক লেখেন, ” ‘আমার মনে হয়েছিল আমি এমন অবস্থায় রয়েছি যেখানে আমার স্ত্রীকে হ্যাঁ বলা উচিত, কারণ সে মৃত্যুপথযাত্রী। একইসঙ্গে এটা ভেবে আঘাত পেয়েছিলাম যে, আমার স্ত্রী প্রাক্তনের সঙ্গে যৌনতা এতটাই পছন্দ করেছিল যে মৃত্যুর আগে শেষ ইচ্ছা তার ছিল সেটাই।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral