পুরুলিয়ার ব্যাঙ্কে এবার ডাকাতির চেষ্টা, অ্যালার্ম বাজতেই ছুটে এল পুলিশ – News18 Bangla – 24 Ghanta Bangla News
Home

পুরুলিয়ার ব্যাঙ্কে এবার ডাকাতির চেষ্টা, অ্যালার্ম বাজতেই ছুটে এল পুলিশ – News18 Bangla

পুরুলিয়া: পুরুলিয়ার হুড়াতে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা। জরুরি অ্যালার্ম বেজে উঠতেই ব্যাঙ্ক ছেড়ে পালায় ডাকাত দল। অ্যালার্মের আওয়াজ শুনে ব্যাঙ্কের আশেপাশে ভিড় করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশও। কিছুক্ষণ পরেই বিরাট সংখ্যক বাহিনী আসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই শাখাতে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পুরুলিয়ার হুড়াতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হঠাৎ ব্যাঙ্কের অ্যালার্ম বেজে ওঠে। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ এসে ঘিরে ফেলে ব্যাঙ্কটিকে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ব্যাঙ্কের ভিতরেও তল্লাশি করছে পুলিশ। ডাকাতদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার হয়েছে।

 

প্রসঙ্গত দিন কয়েক আগেই নামী গয়নার বিপণীর সংস্থার পুরুলিয়া এবং নদিয়ার রাণাঘাটের দুটি শো রুমে ডাকাত দল হানা দেয়। কয়েক কোটি টাকার গয়না লুঠ করে তারা। রানাঘাটে অবশ্য ডাকাতির খবর পেয়ে দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ পুলিশ এসেছে বুঝতে পেরেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা৷ প্রকাশ্যেই রাস্তার উপরে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ডাকাতদের৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয় দুই ডাকাত৷ ধরা পড়ে যায় আরও দুজন। ধৃতদের কাছ থেকে প্রায় এক কোটি টাকার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে৷ নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন, কোথাও ৫-৬ ঘণ্টা, কোথাও সারারাত লোডশেডিংয়ে নাজেহাল মানুষ! হুঁশিয়ারি শুভেন্দুর

আরও পড়ুন, ‘প্রতি মরশুমেই সঙ্গী বদল!’ লিভ ইন সম্পর্ক নিয়ে কঠোর মনোভাব হাইকোর্টের

অন্যদিকে, রানাঘাটের ঘটনায় পুলিশি তৎপরতা দেখা গেলেও পুরুলিয়ায় ওই একই বিপণীর শোরুমে ডাকাতির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ তবে যেহেতু একই সংস্থার দুটি শোরুমে প্রায় একই সময়ে ডাকাতি ঘটেছে, তাই দুটি ঘটনার মধ্যে সম্পর্ক রয়েছে বলেই মনে করছে পুলিশ। এরই মধ্যে ফের পুরুলিয়াতেই এবার ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা।

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Crime News

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *