ট্রেনেই মৃত্যু অসুস্থ শিশুর, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের, sick-child-dies-due-to-shortage-of-oxygen-in-tejas-train-in-firozabad-kin-cry-docs-negligence – 24 Ghanta Bangla News
Home

ট্রেনেই মৃত্যু অসুস্থ শিশুর, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের, sick-child-dies-due-to-shortage-of-oxygen-in-tejas-train-in-firozabad-kin-cry-docs-negligence

একটি তিন বছরের শিশুকে চিকিৎসার জন্য ট্রেনে দিল্লি যাচ্ছিল ৷ ট্রেনের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি ৷ তার সঙ্গে একটি চিকিৎসকের দলও ছিল ৷ তবে বাবা-মায়ের অভিযোগ ওই চিকিৎসকরা সময়মতো অক্সিজেন না দেওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে ৷

ফিরোজাবাদ, 31 অগস্ট: ট্রেনেই মৃত্যু শিশুর ৷ বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ৷ জরুরি ভিত্তিতে শিশুটিকে চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ বিহার থেকে শিশুটির বাবা-মা 3 বছরের শিশুটিকে দিল্লিতে নিয়ে যাচ্ছিলেন ৷ শিশুর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল ৷ তেজস এক্সপ্রেসে যাওয়ার সময় সে অসুস্থ হয়ে পড়ে ৷

ট্রেনেই শিশুটির সঙ্গে একটি চিকিৎসকের দলও ছিল ৷ শিশুটির জন্য অক্সিজেন ও ভেন্টিলেটরের ব্যবস্থাও করা হয়েছিল ৷ সেই বিষয়ের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ওই চিকিৎসকরা ৷ তবে বাবা-মায়ের অভিযোগ, প্রয়োজনের সময় চিকিৎসদের দলটি ঠিকমতো কাজ করেনি ৷ শিশুটির অক্সিজেনের দরকার ছিল ৷ কিন্তু সময়মতো শিশুটিকে তা দেওয়া হয়নি ৷ আর এই গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে শিশুটির ৷

আরও পড়ুন: ময়নাতদন্তের জন্য নেই অ্যাম্বুলেন্স, প্লাস্টিকে শিশুর শবদেহ নিয়ে হাসপাতালে গেলেন বাবা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *