কড়া নজরদারি উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন স্টেশনে  – News18 Bangla – 24 Ghanta Bangla News
Home

কড়া নজরদারি উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন স্টেশনে  – News18 Bangla

ধর্মনগর্র: ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের, রেলওয়ে সুরক্ষা বাহিনীর দ্বারা ৬ রোহিঙ্গা গ্রেফতার। ২৮ আগস্টে ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে ৬ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। আরপিএফ ও জিআরপি-র একটি যৌথ দল ধর্মনগর রেলওয়ে স্টেশনে নিয়মিত তল্লাশি চালানোর সময় এক দল মানুষের সন্দেহজনক কার্যকলাপে শনাক্ত করে।

দলটিতে পাঁচজন মহিলা ও একজন পুরুষ ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি। পরে তাঁরা স্বীকার করেন যে তাঁরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং তাঁরা বাংলাদেশের কক্সবাজারের পাশে একটি রিফিউজি ক্যাম্পে ছিলেন। পরে এই রোহিঙ্গাদের গ্রেফতার করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ভারপ্রাপ্ত আধিকারিক/গভর্মেন্ট রেলওয়ে পুলিশ/ধর্মনগরের হাতে তুলে দেওয়া হয়।

২০২৩-এর জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে মোট ২৩২ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আরপিএফ গ্রেফতার করে। স্টেশন ও ট্রেনগুলিতে নিয়োজিত আরপিএফ কর্মীরা সবসময় সতর্ক থাকেন এবং সীমান্ত অঞ্চল থেকে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধেও সর্বদা নজরদারি রাখেন। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের জন্য রেলওয়ে স্টেশন ও ট্রেনগুলিতে আরপিএফ নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

অন্য দিকে, নিষিদ্ধ/পাচারকৃত সামগ্রী পরিবহণের বিরুদ্ধে নিজেদের ধারাবাহিক লড়াই চালিয়ে যাওয়ার সময় ২৩ থেকে ২৫ আগস্ট, ২০২৩ সময়ের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ১.৬৪ কোটি টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সময়সীমার মধ্যে নিষিদ্ধ/পাচারকৃত সামগ্রী পরিবহণে জড়িত থাকার অভিযোগে আরপিএফ ৬ জন ব্যক্তিকেও গ্রেফতার করেছে।

২৫ আগস্ট, ২০২৩ তারিখের একটি ঘটনায় ডিমাপুর রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় ডিমাপুরের আরপিএফ একটি দাবিহীন ব্যাগ উদ্ধার করে। এরপর ওই ব্যাগের ভেতর থেকে প্রায় ১.১০ কোটি টাকা মূল্যের ৫৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ৫০টি সাবানের কেসে এই ব্রাউন সুগার লুকিয়ে রাখা ছিল। পরে নিষ্পত্তির জন্য ওসি/জিআরপি/ডিমাপুরের হাতে উদ্ধারকৃত ব্রাউন সুগার তুলে দেওয়া হয়।

Published by:Uddalak B

First published:

Tags: Indian Railways

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *