‘টিভির সামনে ছিলাম, ল্যান্ডিংই দেখতে পেলাম না, একজনের মুখ ভেসে উঠল’, বললেন মমতা – News18 Bangla
কলকাতা: ইসরো বিজ্ঞানীদের সাফল্যে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এদিন চন্দ্রযান ৩ এর বিষয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, একটা তথ্য কি জানেন? ইসরোর এই কাজে বাংলা থেকে ২৮ জন রয়েছেন। তাঁরা যদি সময় দেন, তাহলে আমি কলকাতার রাজপথে সংর্বধনা দেব। এটা গোটা দেশের সম্মান।”
সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “একটা জিনিস অদ্ভূত লাগল। ল্যান্ডিংটা সবাই দেখতে চান, ল্যান্ডিং হওয়ার সঙ্গে সঙ্গে অন্য একজনের ছবি ভেসে উঠল। তাঁর ভাষণ শুরু হল। ঠিক মতো দেখতেই পেলাম না। ল্যান্ডিং দেখাই গেল না। বসেই ছিল রেডি হয়ে সব। আমি নিজে টিভির সামনে বসেছিলাম। ভাবছিলাম কীভাবে ল্যান্ডিং হবে। দেখতেই পেলাম না, ফলে বন্ধ করে দিলাম টিভি। এর আগে ইন্দিরা গান্ধি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমি তখন ছোট ছিলাম। আমার মনে আছে কাগজ পড়তাম তখন। আমাদের বৈজ্ঞানিকরা খুব ভাল কাজ করেন।”
সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘গত পরশু উত্তরপ্রদেশ থেকে তিন শ্রমিকের দেহ নিয়ে আসা হল। তার আগে রেল দূর্ঘটনা হল। এখনও দেহ পচছে। মারা যাচ্ছে কোথায়? তোমার রাজ্যে উত্তরপ্রদেশ, মিজোরামে। আর বলা হচ্ছে কাজ পাচ্ছে না বাংলায় তাই বাইরে যাচ্ছে। বারবার বলেছি এই রাজ্য থেকে যেও না। এখানে দোকান কর, ৫ লাখ টাকা করে দিচ্ছি। না শুনে চলে গেলে কি করব? আর কিছু দালাল আছে। যারা কমিশনের লোভে এখান থেকে লোক নিয়ে যায়। মিজোরামে যে ঠিকাদার নিয়ে গিয়েছিল। তাকে আমরা ডাকব। কোনও নিরাপত্তা ছাড়া কী করে নিয়ে যাওয়া হল, তা আমরা জানতে চাইব।’
আরও পড়ুন, বারাসাত বিস্ফোরণে এনআইএ তদন্তের আবেদন, সোমবার আদালতে যাবেন শুভেন্দু
আরও পড়ুন, কলাবাগানে মুণ্ডু, পুকুরে মিলল দেহ! ২৪ ঘণ্টা পরেও দত্তপুকুরে শিউরে ওঠা দৃশ্য
মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘জেদ ছিল সিপিএমকে বাংলা থেকে সরাব। আমরা সরিয়েছি। জেদ বিজেপিকে সরাব। সরিয়েই ছাড়ব। ওদের প্রচুর টাকা আছে। ধূপগুড়ি ভোট তাও আবার উপনির্বাচন। সব হোটেল বুক করে নিয়েছে। সব গাড়ি নিয়ে নিয়েছে। লোকসভা ভোটের জন্য সব হেলিকপ্টার নিয়ে নিয়েছে এখন থেকে। মিডিয়া ট্রায়াল হচ্ছে।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee