এক নিমেষে হতে পারবেন বিরাট বড়লোক, ধনরাশির বৃষ্টি হবে আপনার চারপাশে… উপায় জানলেই ছক্কা – News18 Bangla – 24 Ghanta Bangla News
Home

এক নিমেষে হতে পারবেন বিরাট বড়লোক, ধনরাশির বৃষ্টি হবে আপনার চারপাশে… উপায় জানলেই ছক্কা – News18 Bangla

ধনী হতে কে না চান! আসলে প্রত্যেকেই চান যে, হাতে যেন প্রচুর অর্থ থাকে। যাতে ইচ্ছামতো বিলাসব্যসনে জীবন কাটিয়ে দেওয়া যায়। কিন্তু ভাবলেই তো আর বড়লোক হওয়া যায় না। তাহলে কী করণীয়। এই প্রসঙ্গে কিছু টিপস শেয়ার করলেন দুই তরুণ কোটিপতি। কয়েক মাসে কোটি টাকার সম্পদ তৈরি করেছেন তাঁরা।

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, নিকোল ভিক্টোরিয়া এবং ইসাবেলা কোটসিয়াস নামে দুজনই কোটিপতি মানি কোচ। তাঁরা অর্থ উপার্জনের টিপস দিয়ে থাকেন। নিকোল বলেন যে, আমি কী ধরনের জীবনযাপন করতে চাই, সেটা আমাকেই ঠিক করতে হবে। অধিকাংশ মানুষই আসলে চাকরির নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে থাকে। তবে এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।

আবার ইসাবেলার মতে, মূলধন থাকার চেয়ে সৃজনশীল হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। যাঁদের টাকা আছে, শুধু তাঁরাই ব্যবসা করতে পারবেন, এমনটা একেবারেই নয়। কারওর মধ্যে যদি সৃজনশীলতা কিংবা ভিন্ন ধারার চিন্তা করার ক্ষমতা থাকে, তবে তিনি অন্যদের তুলনায় বেশি অর্থ উপার্জন করতে পারবেন।

নিজের উদাহরণ টেনে নিকোল বলেন, আমি রিয়েল এস্টেটে ভালই কাজ করছিলাম। কিন্তু ধনী হওয়াটাই ছিল আমার মূল লক্ষ্য। আমি জরুরি তহবিল, ঋণ পরিশোধের সর্বোত্তম উপায় এবং কীভাবে মানুষের সম্পদ বাড়ানো যায়, এই সংক্রান্ত বিষয়গুলির উপর কোচিং শুরু করেছি। আসলে মানুষ এমনটাই চাইছিল। আর এর ফল এতটাই ইতিবাচক ছিল যে, আমি মাত্র ৬ মাসের মধ্যে চাকরি ছেড়ে দিয়েছি। এর কিছু দিন পরে ই-কমার্স সেক্টরে প্রবেশ করি। থার্ড পার্টির কাছ থেকে পণ্য কিনে গ্রাহকদের কাছে বিক্রি করতে শুরু করি। বর্তমানে তিনি প্রতি মাসে ৮০ হাজার ডলার আয় করছেন। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ লক্ষ টাকা।

এখানেই শেষ নয়, টিকটকে নিকোলের প্রায় ৩ মিলিয়ন ফলোয়ার। এই প্রসঙ্গে তিনি জানান, অ্যাকাউন্টটি তিনি শূন্য থেকে শুরু করেছেন। নিকোলের কথায়, আসলে আমি কী বলছি, সেটা মানুষ জানতে চাইছে। তাই সবার আগে জানতে হবে মানুষ আপনার থেকে কী শিখতে বা জানতে চাইছে।

আবার এই প্রসঙ্গে ইসাবেলা বলেন যে, আমাদের প্রযুক্তির শক্তিকে কাজে লাগানো উচিত। নিজের হাতে থাকা স্মার্টফোন থেকেই শিখতে হবে। আসলে স্মার্টফোনই এখন মুশকিল আসান। যাঁদের সৃজনশীল মানসিকতা রয়েছে, তাঁরা যে কোনও সময় কোটিপতি হতে পারেন। আমরা এত দিন শিখে এসেছি যে, ধনী হতে গেলে কঠোর পরিশ্রম লাগে। কিন্তু এটা আজকালকার যুগে সত্য নয়। চাইলে ৫ ডলার থেকেই শুরু করা যেতে পারে। আসলে সঠিক ভাবে বিনিয়োগ করলে তা কোটি কোটি ডলারে পরিণত হবে।

First published:

Tags: Success story

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *