Multiple shots fired at Bongaon । Sangbad Pratidin – 24 Ghanta Bangla News
Home

Multiple shots fired at Bongaon । Sangbad Pratidin

Published by: Sayani Sen |    Posted: August 25, 2023 8:18 pm|    Updated: August 25, 2023 8:18 pm

Multiple shots fired at Bongaon । Sangbad Pratidin

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গ্রামের মধ্যে রমরমিয়ে চলছিল মধুচক্র! তার প্রতিবাদ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। বদলা নিতে গ্রামে জড়ো হয় বহিরাগত যুবকেরা। গ্রামের মধ্যে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় তারা৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানান তাঁরা৷

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার জিয়ালা গ্রামে৷ বাসিন্দাদের অভিযোগ, জেয়ালা গ্রামের বাসিন্দা এক মহিলা বাড়িতে মধুচক্রের আসর বসাতেন৷ রোজ রাতে বাইরে থেকে আসা যুবকেরা ওই বাড়িতে ভিড় করত বলেই দাবি স্থানীয়রা৷ অভিযোগ, মদ্যপান করে গালিগালাজ করত৷ দিনকয়েক আগে গ্রামের যুবকেরা বহিরাগত দুই যুবককে ওই মহিলার বাড়িতে না যাওয়ার হুমকি দিয়েছিল৷

[আরও পড়ুন: সরকারি লজ থেকে উদ্ধার মহিলার দেহ, পলাতক স্বামী পরিচয়ে আসা যুবক]

স্থানীয়দের অনুমান, তারই বদলা নিতে বৃহস্পতিবার রাত ন’টা থেকে বারোটা পর্যন্ত গ্রামের রাস্তায় শূন্যে গুলি চালায়৷ দুষ্কৃতীরা হুমকি দিয়ে জানায়, এখন থেকে রাতে যেন রাস্তায় কাউকে না দেখি৷ এই ঘটনার কথা স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলাল দাসকে ফোন করে জানান তাঁরা। দুলাল দাস বনগাঁ থানায় খবর দেন৷ পুলিশ গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

স্থানীয় যুবক কঙ্কন মণ্ডল বলেন, “রাতে আমরা রাস্তা দিয়ে যাতায়াত করি৷ গুলি চালানোর পর আমরা আতঙ্কের মধ্যে রয়েছি৷ সন্ধের পর বাড়ির বাইরে বেরতেই ভয় লাগছে৷ পুলিশের কাছে আমাদের দাবি দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক৷” এদিকে, শুক্রবার সকালে গ্রামবাসীরা ওই মহিলার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে বলে অভিযোগ৷ মহিলাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান তারা৷ পুলিশের কাছে তারা একটি স্মারকলিপি জমা দেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

[আরও পড়ুন: যাদবপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলে ‘একা’ শুভেন্দু, দেখা নেই সুকান্ত-দিলীপের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *