Bardhaman News: মাঠ থেকে ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু চাষির! ভয়াবহ ঘটনা
পূর্ব বর্ধমান: মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হল এক চাষির। বজ্রপাতে অকালে ঝরে গেল একটি প্রাণ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এর হুড়কোডাঙ্গা গ্রামে শুক্রবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আজিজুল মল্লিক। তার বাড়ি মন্তেশ্বরের হুড়কোডাঙা গ্রামে। এদিন মাঠে পাটের জমিতে কাজ করছিল আজিজুল। বৃষ্টির মধ্যে কাজ সেরে বাড়ি ফেরার সময়ই হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে সে।
এই বিষয়ে স্থানীয় অন্যান্য কৃষকেরা জানিয়েছেন, তারা মাঠে কাজ করার সময় হঠাৎই বজ্রপাতের আওয়াজ পায় এরপর বাজের আওয়াজ পেয়ে ছুটে এসে তারা দেখে মাঠের ওপর চৈতন্য অবস্থায় পড়ে আছে আজিজুল মল্লিক। তড়িঘড়ি তারা আজিজুল কে উদ্ধার করে চিকিৎসার জন্য মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে।মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আজিজুল কে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
আরও পড়ুন: জন্মের ৭২ ঘণ্টার মধ্যে হামা দিচ্ছে সদ্যোজাত! চেষ্টা করছে কথা বলার! ভাইরাল ভিডিও
এই প্রসঙ্গে, মৃত আজিজুল মল্লিকের এক মামা জানান, “বাজ পড়ে মৃত্যু হয়েছে। মাঠে পাটের জমিতে কাজ করছিল। বৃষ্টি নামা অবস্থায় বাড়ি আসতে গিয়ে এই ঘটনা ঘটে।” আরও জানা গিয়েছে, সেই সময় আজিজুলের সঙ্গে আরও একজন ছিলেন। ভাগ্যক্রমে সেই ব্যক্তির কিছুই হয়নি। আজিজুলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার পরিবারের ওপর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় মন্তেশ্বর থানার পুলিশ। গ্রামের ছেলের অকাল মৃত্যুর খবরে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Bonoarilal Chowdhury
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman news, Death, Lightning