উপ-নির্বাচনের আগে উদ্ধার 13 লাখ টাকা! কমিশন-পুলিশের যৌথ তল্লাশিতে সাফল্য, police-recoveres-cash-worth-lakhs-while-naka-checking-ahead-of-dhupguri-bypoll-in-jalpaiguri – 24 Ghanta Bangla News
Home

উপ-নির্বাচনের আগে উদ্ধার 13 লাখ টাকা! কমিশন-পুলিশের যৌথ তল্লাশিতে সাফল্য, police-recoveres-cash-worth-lakhs-while-naka-checking-ahead-of-dhupguri-bypoll-in-jalpaiguri

বিধানসভা উপনির্বাচনের আগে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ৷ বুধবার রাতে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি চেকপোস্টে নির্বাচন কমিশন ও পুলিশের দল নাকা চেকিং করছিল ৷ তখন স্যাস্টিটিক্যাল সার্ভিলেন্স টিমের কড়া নজরে পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা ৷

ধূপগুড়ি, 24 অগস্ট: উপ-নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও টহল চলছিল ৷ সেই সময় একটি গাড়ির যাত্রীদের থেকে বিপুল পরিমাণে নগদ পাওয়া যায় ৷ এদিকে 5 সেপ্টেম্বর ধূপগুড়িতে বিধানসভা উপ-নির্বাচন ৷ জানা গিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ধূপগুড়িতে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ধূপগুড়ি ব্লকের নতুন শালবাড়ি চেকপোস্টে গাড়ির নাকা চেকিং চালাচ্ছিল নির্বাচন কমিশন এবং পুলিশের দল ৷ সেই সময় ফালাকাটার দিক থেকে ধূপগুড়ি অভিমুখে যাওয়া একটি গাড়িকে আটক করে পুলিশ ৷ ওই গাড়িটিতে অসমের নম্বর প্লেট লাগানো ছিল ৷ সেটি অসমের বরপেটা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷ গাড়িটিতে মোট 7 যাত্রী ছিলেন ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, একজনের কাছে 4 লক্ষ 50 হাজার টাকা এবং আরেকজনের কাছে 9 হাজার টাকা নগদ রয়েছে ৷ উদ্ধার হওয়া টাকার বিষয়ে ওই আরোহীরা উপযুক্ত কাগজ দেখাতে না পারায় মোট 13 লক্ষ 50 হাজার টাকা বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন: ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপি-তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ

আদর্শ নির্বাচনী আচরণ বিধি চলাকালীন বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়ে এসএসটি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পার্থ প্রতিম শর্মা বলেন, “গাড়ির আরোহীদের কাছ থেকে এই টাকা উদ্ধার হয় ৷ এই বিষয়ে থানাতেও জানানো হয়েছে ৷ ওই ব্যক্তিদের সাত দিনের সময় দেওয়া হয়েছে ৷ এই সময়ের মধ্যে তাঁরা যদি জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে টাকার উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেন, তাহলে সেই টাকা ফেরত দেওয়া হবে ৷”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *