মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত কমপক্ষে 17, ক্ষতিপূরণ ঘোষণা মোদির, 17-killed-after-under-construction-railway-bridge-collapses-in-mizoram-pm-modi-announces-ex-gratia – 24 Ghanta Bangla News
Home

মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত কমপক্ষে 17, ক্ষতিপূরণ ঘোষণা মোদির, 17-killed-after-under-construction-railway-bridge-collapses-in-mizoram-pm-modi-announces-ex-gratia

PM Modi announces Ex-gratia to Mizoram Railway Bridge collapse victims: মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে 17 জন শ্রমিকের ৷ এই ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আইজল, 23 অগস্ট: মিজোরামের নির্মীয়মাণ একটি রেলসেতু ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে 17 জন শ্রমিকের ৷ তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও আছেন বলে খবর ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি ৷ আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷

বুধবার সাইরাং এলাকার কাছে একটি নির্মীয়মাণ রেল সেতু ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ । ঘটনাস্থলে আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশংকা করা হচ্ছে ৷ আইজল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে সকাল 10 টার দিকে ঘটনাটি ঘটে ৷ তখন 35-40 জন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে জানা গিয়েছে ৷ ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 17 টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আরও অনেকে এখনও নিখোঁজ বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ৷

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *