মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত কমপক্ষে 17, ক্ষতিপূরণ ঘোষণা মোদির, 17-killed-after-under-construction-railway-bridge-collapses-in-mizoram-pm-modi-announces-ex-gratia
PM Modi announces Ex-gratia to Mizoram Railway Bridge collapse victims: মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে 17 জন শ্রমিকের ৷ এই ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আইজল, 23 অগস্ট: মিজোরামের নির্মীয়মাণ একটি রেলসেতু ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে 17 জন শ্রমিকের ৷ তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও আছেন বলে খবর ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি ৷ আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷
-
Pained by the bridge mishap in Mizoram. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon. Rescue operations are underway and all possible assistance is being given to those affected.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the…
— PMO India (@PMOIndia) August 23, 2023
বুধবার সাইরাং এলাকার কাছে একটি নির্মীয়মাণ রেল সেতু ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ । ঘটনাস্থলে আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশংকা করা হচ্ছে ৷ আইজল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে সকাল 10 টার দিকে ঘটনাটি ঘটে ৷ তখন 35-40 জন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে জানা গিয়েছে ৷ ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 17 টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আরও অনেকে এখনও নিখোঁজ বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ৷
-
Under construction railway over bridge at Sairang, near Aizawl collapsed today; atleast 17 workers died: Rescue under progress.
Deeply saddened and affected by this tragedy. I extend my deepest condolences to all the bereaved families and wishing a speedy recovery to the… pic.twitter.com/IbmjtHSPT7
— Zoramthanga (@ZoramthangaCM) August 23, 2023