East West Metro Service will be halted for two Saturdays
Published by: Paramita Paul | Posted: August 17, 2023 9:49 am| Updated: August 17, 2023 9:49 am

নব্যেন্দু হাজরা: পরপর দুই শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা (East West Metro Service)। মেট্রো লাইনের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার কাজ চলবে। আর তাই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো পরিষেবার নিরাপত্তার জন্য ইন্টিগ্রেটেড সেফটি সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয়। হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালানোর আগে সেই সিস্টেম ইনস্টল করা প্রয়োজন। সেকথা মাথায় রেখেই দ্রুত সফটওয়্যার ও হার্ডওয়্যার ইনস্টল করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাই পরপর দুই শনিবার মেট্রো পরিষেবা বন্ধ রেখে সেই কাজ করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। কোন দু’দিন মিলবে না পরিষেবা?
[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ফ্ল্যাট থেকে পরিচারিকার দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ]
আগামী ১৯ ও ২৬ আগস্ট শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে না মেট্রো। ফলে বিপাকে পড়তে হতে পারে অফিস যাত্রীদের। তবে একটাই স্বস্তি দুটোই শনিবার। ফলে অফিস কর্মীদের যাতায়াতের চাপ কিছুটা হলেও কম থাকবে।
[আরও পড়ুন: পূর্ব বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানকে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি হাই কোর্টের, কেন?]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ