পৃথক দু’টি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে, তদন্তে পুলিশ, two-separate-bodies-were-recovered-in-dhupaguri – 24 Ghanta Bangla News
Home

পৃথক দু’টি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে, তদন্তে পুলিশ, two-separate-bodies-were-recovered-in-dhupaguri

ধূপগুড়িতে পৃথক দু’টি দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ একদিকে মহিরার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে অন্যদিকে, এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পৃথক দু’টি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

ধূপগুড়ি, 12 অগস্ট: বিদ্যুৎ দফতরের অবসরপ্রাপ্ত মহিলা কর্মীর বস্তাবন্দি দেহ উদ্ধার অন্যদিকে, চা বাগানের নর্দমা থেকে ব্যক্তির দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ ইতিমধ্যেই দুটি জায়গাতেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

জানা গিয়েছে, শনিবার সকালে ধূপগুড়ি পুর এলাকার 5 নম্বর নং ওয়ার্ডের কলোনী পাড়ায় বস্তাবন্দি এক মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় ৷ মৃতার নাম পুষ্প গাইন (73) ৷ তিনি বিদ্যুৎ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মেয়ে গৌরি সরকার অভিযোগ, মহিলার শরীরে থাকা অলংকারের প্রলোভনেই কেউ তাঁর মাকে খুন করতে পারে। তিনি বলেন, ” আমি চা করে দিয়েছি ৷ মা চা খেয়ে বাজার করতে গিয়েছিলেন ৷ অনেকটা সময় কেটে যাওয়ার পর দেখি, মা আর আসে না ৷ তারপর সব আত্মীয়দের ফোন করি ৷ তারপর এলাকার বাসিন্দারা জানান, রাস্তায় একটা বস্তায় মহিলার দেহ পড়ে রয়েছে ৷ এসে দেখি মায়ের দেহ ৷” মৃত্যুর কারণ কী হতে পারে এই প্রসঙ্গে তিনি বলেন, “গলায় দেড়ভরি সোনার চেন পড়েছিলেন ৷ হাতে, কানেও সোনা পড়েছিলেন ৷ সেগুলো নেই ৷ হয়তো গয়নার জন্যই কেউ মাকে খুন করে থাকতে পারে ৷” স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত মহিলা শুক্রবার রাত থেকেই বাড়িতে ছিলেন না ৷ শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে ৷

অন্যদিকে, সাকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিকশোভা এলাকায় গলার নলি কাটা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ মৃতের নাম শান্তি রায় (63)। বাড়ির পাশেই বাঁশঝোপের নীচে চা বাগানের ড্রেন থেকে দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের কথায়, নলিকাটা অবস্থায় মৃতদেহ দেখতে পান তাঁরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এর আগেও শান্তি রায় নিজেই নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেব বলে দাবি স্থানীয়দের। এলাকার বাসিন্দা মন্ত্রী রায় বলেন, ” সকালে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসি ৷ দেখি জলের মধ্যে পড়ে রয়েছে দেহ ৷ গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে ৷ স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ তাঁদের সঙ্গে থাকেন না ৷ এর আগেই শান্তি নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল ৷”

আরও পড়ুন: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় মুখ খুললেন ‘ডিন অফ স্টুডেন্ট’ রজত রায়

তবে এদিন আদতে সঠিক কী হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ধূপগুড়ি থানার পুলিশ অবশ্য দু’টি ঘটনাতেই প্রাথমিক তদন্ত শুরু করেছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *