Old man falls to death from the roof while practising exercise at Bankura – 24 Ghanta Bangla News
Home

Old man falls to death from the roof while practising exercise at Bankura

টিটুন মল্লিক, বাঁকুড়া: সাতসকালে মর্মান্তিক ঘটনা বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে। ব্যায়াম করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি বিষ্ণুপুর থানা এলাকার ১৫ নং ওয়ার্ডের বইলা পাড়ার। জানা গিয়েছে, মৃতের নাম স্বপন কুমার দে। বয়স ৭৩ বছর। এভাবে তাঁর মৃত্যুতে অবশ্য রহস্য দেখছেন কেউ কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (Postmortem)পাঠানো হয়েছে।

Old man falls to death from the roof while practising exercise at Bankura

সোমবার সকালে প্রতিদিনের মতোই বাড়ির ছাদে ব্যায়াম করছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী স্বপন কুমার দে। বইলা পাড়া এলাকায় তাঁর দোতলা বাড়ি। তিনতলার ছাদ থেকে আচমকাই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। সত্যিই কি পড়ে প্রাণ হারিয়েছেন নাকি কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে? এই প্রশ্ন উঠছে। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বপনাববুর স্ত্রী আগেই মারা গিয়েছেন। বাড়িতে তিনি থাকেন মেয়েকে নিয়ে। মেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন। এই অবস্থায় স্বপনবাবুর এমন আচমকা মৃত্যুর নেপথ্যে রহস্য দানা বাঁধছে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *