সপ্তাহের শুরুর দিনেই লেট মার্ক এড়াতে কোন রাস্তা ধরবেন? জানুন ট্রাফিকের হালচাল – 24 Ghanta Bangla News
Home

সপ্তাহের শুরুর দিনেই লেট মার্ক এড়াতে কোন রাস্তা ধরবেন? জানুন ট্রাফিকের হালচাল

সপ্তাহের শুরুতেই জেনে নিন আজকের Kolkata Traffic Update। কোথায় মিটিং, মিছিল রয়েছে? কোন রাস্তা এড়িয়ে চলা প্রয়োজন? অফিস, স্কুল-কলেজ বা কর্মস্থলে বের হওয়ার আগে দেখে নেওয়া যাক কলকাতা ট্রাফিকের হালচাল। দু’দিন ছুটি কাটানোর পর এদিন সকাল থেকে ট্রাফিকের গতি কিছুটা স্লো ছিল। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিকের গতি বাড়বে বলেই জানানো হয়েছে। যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য ট্রাফিক পুলিশের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Shopping Malls In Kolkata : কলকাতায় শপিং মল তৈরি করছে রাজ্য সরকার, কী কী পাবেন জানেন?

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে দিকে রেড রোড যান নিয়ন্ত্রণ করা হয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতির জন্য। এছাড়াও হসপিটাল রোড, এসপ্ল্যানেড, কুইন্স ওয়ে, কেপি রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় ভোরের দিকে। তবে সকাল আটটার পর থেকে যান চলাচল পুনরায় স্বাভাবিক করে দেওয়া হয়।

Kolkata News Today : ঢাকুরিয়ায় মদের দোকানে ব্যক্তিকে পিটিয়ে খুন! ব্যাপক উত্তপ্ত এলাকা, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
এছাড়াও লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সোমবার কলকাতায় সেরকম বড় কোনও মিটিং, মিছিল নেই। যে কারণে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করার সেরকম কোনও সম্ভাবনা নেই। শহরে বড় মিটিং মিছিল না থাকার কারণে বৃহত্তর যানজটের এখনও পর্যন্ত কোনও সম্ভাবনা নেই। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে।

Sealdah Flyover : উড়ালপুল রক্ষায় ট্রাম লাইন, পিচের ভার সরানোর নিদান
প্রসঙ্গত, কলকাতা শহরে আবহাওয়ার আপডেট অনুযায়ী ভারী বৃষ্টিপাত বা ঝড় ঝঞ্ঝা হওয়ার সেরকম কোনও সম্ভাবনা নেই। সেই কারণে বড় দুর্যোগের বিষয় না থাকায় যান চলাচল রুদ্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। শহরের কোনও রাস্তায় জল জমে ট্রাফিক চলাচল ব্যাহত হওয়ার এখনও পর্যন্ত কোনও খবর নেই।

LIVE: মেঘলা আকাশ, ৬ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে সাধারণ যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, ট্রাফিক আইন মেনে যান চলাচল, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বাইক আরোহীদের হেলমেট পরে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। কলকাতায় এখনও পর্যন্ত বড় কোনও দুর্ঘটনার খবর নেই। দিনের বাকিটা সময় যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *