S. Jaishankar : ‘আসছে সুসময়…’, নাসা-ইসরোর পারস্পরিক সহযোগিতা নিয়ে বড় বার্তা জয়শংকরের – external affairs s jaishankar comments on nasa isro collaboration see the video – 24 Ghanta Bangla News
Home

S. Jaishankar : ‘আসছে সুসময়…’, নাসা-ইসরোর পারস্পরিক সহযোগিতা নিয়ে বড় বার্তা জয়শংকরের – external affairs s jaishankar comments on nasa isro collaboration see the video

রবিবার ৩০ জুলাই ফের এক মাইলফলক ছুঁয়ে ফেলেছে ইসরো তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সফল পিএসএলভি-সি৫৬/ডিএস-এসএআর (PSLV-C56/DS-SAR) মিশন।

বিশ্বের ইসরোর কদর বেড়েই চলেছে। ইসরোর সঙ্গে হাত মিলিয়েছে বিদেশের বহু সংস্থা। আর এতেই ব্যবসা বাড়ছে ইসরোর। মহাকাশ গবেষণায় ক্রমেই ইসরোর ব্যপ্তি প্রসারিত হচ্ছে। শক্তিশালী হচ্ছে ভারতের গর্ব, তথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।

ফের একবার সেই কথাই উঠে এল বিদেশমন্ত্রী এস জয়শংকরের ভাষণে। সেমিকনইন্ডিয়া কনফারেন্স ২০২৩-এ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, মহাকাশ গবেষণায় একাধিক মিশনের মধ্য দিয়ে গাঁটছড়া বেঁধেছে নাসা-ইসরো। দুই দেশই মহাকাশ গবেষণায় একে অপরকে সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ হয়েছে। একাধিক মিশনের মাধ্যমে সেই প্রতিশ্রুতির ভিত আরও মজবুত হচ্ছে।

ISRO NISAR Mission : নাসার সঙ্গে বিশেষ জুটি, সুযোগের সদ্ব্যবহারে বিজ্ঞানী-গবেষকদের এগিয়ে আসার বার্তা ইসরোর
এএনআই-কে (ANI) দেওয়া সাক্ষাৎকারে জয়শংকর বলেন, “বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ছে নাসা ও ইসরোর মধ্যে। আগামীতে এই পারস্পরিক সহযোগিতার মাত্রা আরও বাড়বে বলে আশা। উদাহরণস্বরূপ বলা যায় ২০২৪ সালের নাসা এবং ইসরোর যৌথ মহাকাশ অভিযান ‘আর্টেমিস অ্যাকর্ড’-এর কথা।” মহাকাশ অভিযানে ভারতের সঙ্গে হাত মিলিয়েছে মার্কিন-যুক্তরাষ্ট্র। নাসার সঙ্গে এই মিশনে যৌথভাবে সামিল থাকবে ইসরো। ‘আর্টেমিস অ্য়াকর্ডস’ স্বাক্ষর করতে সম্মত হয় ভারত।

ISRO PSLV C56 Launch Video : আকাশের বুক চিরে উড়ে গেল ইসরোর রকেট, দেখুন ভিডিয়ো
মহাকাশে মানুষ পাঠানোর বিষয়ে ইসরোকে সাহায্য নাসা। দুই মহাকাশ গবেষণা কেন্দ্রীয় কী ভাবে একে অন্য়ের সহায়তা করতে পারে, সেই বিষয়ে একটি কাঠামো তৈরি করা হবে।
ISRO PSLV-C56 Mission : মহাকাশ জয়ই একমাত্র লক্ষ্য নয়, জঞ্জাল সাফাইয়ে ইসরো! টুইটে বড় ঘোষণা
প্রসঙ্গত, মহাকাশ গবেষণায় সাম্প্রতিক সময়ে নবজোয়ার এসেছে বলা যেতে পারে। নাসার পক্ষ থেকে নতুন করে চাঁদের মানুষ পাঠানোর প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই লক্ষ্যেই নাসা শুরু করেছে ‘আর্টsমিস প্রোগাম’ (Artemis Program)। সম্প্রতি ভারত ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এ (Artemis Accords) স্বাক্ষরে সম্মত হয় ভারত। মহাকাশ অভিযান এবং ব্যবহারের ক্ষেত্রে যাতে সকল দেশ সমানভাবে উপকৃত হয়, সেই বিষয়ে ২০২০ সালে আমেরিকা এবং আরও ৭টি দেশ, নাসার তৈরি এই অ্যাকর্ডস-এ স্বাক্ষর করেছিল।

মহাকাশ অভিযানের দৌড়ে সামিল হয়েছে ভারত, চিন, জাপান, ইজরায়েল এবং ইউরোপিয়ান ইউনিয়নও। মহাকাশ গবেষণা যাতে কোনও ক্ষতিকর কাজে ব্যবহৃত না হয় সেই লক্ষ্যে নাসা ও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যৌথভাবে ‘আর্টেমিস অ্যাকার্ডস’-এর খসড়া প্রস্তুত করেছিল।

PSLV-C56 Mission : লক্ষ্যভেদ! আরও এক মাইলফলক ছুঁল ইসরো

২০২০ সালে এই অ্যাকর্ডস-এ স্বাক্ষর করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, জাপান, লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় মহাকাশ সংস্থা। ‘আর্টেমিস প্রোগ্রামে’ সামিল হচ্ছে এই সবক’টি দেশ। পরে এই অ্যাকর্ড-এ স্বাক্ষর করেছে ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, পোল্যান্ড, মেক্সিকো, ইজরায়েল, রোমানিয়া, বাহারাইন, সিঙ্গাপুর, কলম্বিয়া, ফ্রান্স, সৌদি আরব, রোয়ান্ডা, নাইজেরিয়া, চেক রিপাবলিক এবং স্পেন। সম্প্রতি সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *