Alien UFO Latest News: এলিয়ানকে UFO-তে নামতে দেখেছি! মার্কিন নৌসেনা অফিসারের সাক্ষ্যে শোরগোল – us navy officer who claims on alien and ufo sighting wants more transparency
সম্প্রতি UFO নিয়ে মার্কিন কংগ্রেসের সাক্ষ্য দেন তিন অবসরপ্রাপ্ত সেনাকর্তা। সেখানে ভিনগ্রহীদের মহাকাশযান নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি করেন তাঁরা। শুধু তাই নয়, মার্কিন সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও তুলেছেন তাঁরা।
কংগ্রেসে সাক্ষ্যদানকারী তিনজনের মধ্যে ছিলেন মার্কিন নৌসেনার প্রাক্তন পাইলট রায়ান গ্রেভস। তাঁর কথায়, “UFO যদি সত্যিই এলিয়ানদের মহাকাশযান হয়, তা হলে সমুহ বিপদ। এটা মোটেই হাসাহাসির বা অবহেলার বিষয় নয়। UFO কী, তা এখনও স্পষ্ট নয়। বিজ্ঞানভিত্তিকভাবে এর ব্যাখ্যা স্পষ্ট হওয়া প্রয়োজন।”
উল্লেখ্য, কর্মজীবনে উত্তর আটলান্টিকের যুদ্ধজাহাজে দীর্ঘদিন মোতায়েন ছিলেন গ্রেভস। তাঁর দাবি, সেখানেই তিনি মাঝ আকাশে একাধিকবার UFO দেখেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান ওই নৌসেনা অফিসার। তবে তা গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।
গত সপ্তাহেই এই নিয়ে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন মার্কিন সেনার অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর ডেভিড গ্রুশ। সেখানে আরও একধাপ এগিয়ে এলিয়ানদের মৃতদেহ উদ্ধার হয়েছিল বলে দাবি করে বসেন তিনি। আর তাঁর এহেন মন্তব্য ঘিরে আমেরিকা জুড়ে রীতিমতো শোরগোল পড়ে যান।
এ প্রসঙ্গে গ্রুশ বলেন, কয়েক বছর আগে একটি ভেঙে পড়া UFO উদ্ধার করা হয়। অজানা যানটির মধ্যে মেলে বেশ কয়েকটি মৃতদেহ। তবে সেগুলি কোনও মানুষের নয়। পরবর্তীকালে দেহগুলি খুঁটিয়ে পরীক্ষা করেন জীববিজ্ঞানীদের দল। তাঁরাও এবিষয়ে একমত ছিলেন।”
প্রসঙ্গত, মার্কিন সেনাবাহিনীতে কাজ করার পাশাপাশি কিছুদিন বিদেশ মন্ত্রকের হয়েও কাজ করতে হয় গ্রুশকে। ওই সময় সরকারের তরফে UFO নিয়ে তথ্য সংগ্রহ ও রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল তাঁকে। “এই সংক্রান্ত রিপোর্ট পেন্টাগনে জমা করে দেওয়া হয়েছে। গোয়েন্দারা সবটাই জানেন। তার পরও অজানা কারণে সমস্তটাই গোপন করা হচ্ছে।” গত বুধবার সংবাদমাধ্যমকে বলেন গ্রুশ।
অন্যদিকে এই ইস্যুকে এখনও মতামত বদল করেনি মার্কিন প্রতিরক্ষার সদর দফতর পেন্টাগন। তাঁদের দাবি, UFO অস্তিত্ব সংক্রান্ত কোনও গোপন নথি নেই। এছাড়া এলিয়ানদের অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে আরও সাক্ষ্য গ্রহণ হতে পারে বলে খবর মিলেছে।