World News : ঘরে ফিরে ৬৫ বছর পর আবার নির্বাসনে – bronislav sosinski son of the mathematician alexei sosinski went from russia to istanbul to france he wants to spend the rest of his life in exile
সেখানেই তাঁর পড়াশোনা, গবেষণা, অধ্যাপনা। কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর রাশিয়া হামলা শুরু করার পর এক মধ্যরাতে দু’টো স্যুটকেসে জিনিসপত্র গুছিয়ে দেশ ছাড়েন ওই গণিতজ্ঞ। সংবাদসংস্থা রয়টার্সকে ফোনে সসিনস্কি বলেছেন, ‘আমার মধ্যে কোনও দ্বিধা কাজ করেনি।’
ওই অশীতিপরের এক প্রাক্তন ছাত্র তাঁর জন্য ইস্তানবুলের বিমান-টিকিট কেটে দেন। এখানেও ইতিহাসের পুনরাবৃত্তি। অ্যালেক্সির বাবা ব্রোনিস্লাভ সসিনস্কি ১৯১৯-এ রাশিয়া থেকে পালিয়ে জাহাজে করে ইস্তানবুলেই পৌঁছন এবং সেখান থেকেই তিনি পাড়ি দেন ফ্রান্সের উদ্দেশে।
বলশেভিকদের বিরুদ্ধে রাশিয়ার গৃহযুদ্ধে তিনি হোয়াইট আর্মির হয়ে লড়ে সর্বোচ্চ শৌর্য পদক পেয়েছিলেন। ফ্রান্সেই ব্রোনিস্লাভের আলাপ হয় আরিয়াদনা চেরনোভার সঙ্গে, যাঁর বাবা ছিলেন রুশ গণ পরিষদের প্রেসিডেন্ট। আরিয়াদনা ও ব্রোনিস্লাভের ছেলে অ্যালেক্সির জন্ম ফ্রান্সে। ১৯৫৭-য় মস্কোয় আসেন অ্যালেক্সি। এবং দুর্ধর্ষ অ্যাকাডেমিক কেরিয়ার গড়ে তোলেন। তাঁর মতে, গণিত নিয়ে পড়াশোনার জন্য দুনিয়ার সেরা জায়গা মস্কো। সাতের দশকের গোড়ায় অ্যালেক্সি মস্কো স্টেট ইউনিভার্সির অ্যাসোসিয়েট প্রফেসর হন। এখন অধ্যাপক জ়ুম অ্যাপের মাধ্যমে রাশিয়ার ছাত্রদের পড়াচ্ছেন। বাকি জীবন টুকু নির্বাসনেই কাটাতে চান তিনি।