Mady Rescued By Indian Army : হঠাৎ ভয়ানক অসুস্থতা, হিংসা ধ্বস্ত মণিপুর থেকে ল্যাবরেডর ম্যাডিকে উদ্ধার সেনার – indian army rescues 3 year old labrador mady from manipur – 24 Ghanta Bangla News
Home

Mady Rescued By Indian Army : হঠাৎ ভয়ানক অসুস্থতা, হিংসা ধ্বস্ত মণিপুর থেকে ল্যাবরেডর ম্যাডিকে উদ্ধার সেনার – indian army rescues 3 year old labrador mady from manipur

শুধুমাত্র সাধারণ নাগরিক, সেনার হাতে সুরক্ষিত দেশের প্রতিটি প্রাণীও। এমনকী একটি কুকুরও সুরক্ষিত ভারতীয় সেনার হাতে। তাই মণিপুরে একটি কুকুর অসুস্থ হতেই তার প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল সেনা। ওই কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় নাগাল্যান্ডের ডিমাপুরে। সেখানে চিকিৎসা করিয়ে সুস্থ করা হয় ওই কুকুরটিকে।

মণিপুরে হিংসা ঘটনা শুরুর পরেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীকেও। বিভিন্ন এলাকাকে সুরক্ষিত রাখা, সেখানের সীমান্ত এলাকা বাড়তি নজরদারির সঙ্গেই, উগ্রপন্থী এবং বিচ্ছিন্নতাবাদীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে সেনা। এই অভিযান চালানো হচ্ছে সেখানে দুর্গম, পাহাড়ি এলাকাতেও।

Manipur Violence : বুধের পর বৃহস্পতিতেও রক্তাক্ত মণিপুর, গুলির লড়াইয়ে আহত ২
সেখানেই সেনার কাজে এবং ওই এলাকায় তল্লাশিতে সেনাকে সাহায্য করছিল একটি ল্যাব্রাডর কুকুর। Mady নামের বছর তিনেকে ওই মেয়ে ল্যাব্রাডর জাতের কুকুরটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওই কুকুরটি অসুস্থ হয়ে পড়তেই চিন্তার ভাঁজ পড়ে সেনা কর্মীদের কপালে। ওই কুকুরটিকে বাঁচাতে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা হয়।

সেনার হেলিকপ্টারে করে কুকুরটিকে নিয়ে আসা হয় ডিমাপুরে সেনার পশু হাসপাতালে। ভারতীয় সেনাবাহিনীর Eastern Command জানিয়েছে, সেখানে প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে Mady। সেখানে তার হিট স্ট্রোক হয়। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই মণিপুরের Leimakong এলাকা থেকে তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ডিমাপুরে।

Manipur Violence : মণিপুরে ফের হিংসা, এলোপাথাড়ি গুলিতে মৃত্যু মহিলা কনস্টেবলের
সেনার তরফে জানানো হয়েছে, ম্যাডিকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সে তাদেরকে তল্লাশিতে এবং উদ্ধার কাজে সাহায্য করে। সেখানে এই গরমের মধ্যেও অক্লান্ত ভাবে কাজ করছিল ম্যাডি। সোমবার সে অসুস্থ হতেই তার প্রাণ বাঁচাতে, হেলিকপ্টারে করে মণিপুরের ওই এলাকা থেকে ডিমাপুরের হাসপাতালে নিয়ে আসা হয়।

এখন ম্যাডি সুস্থ বলেও জানানো হয়েছে সেনা তরফে। এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ম্যাডির এই কাহিনী। বৃহস্পতিবার ম্যাডির কথা জানা যায়। তারপরেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ল্যাব্রাডর কুকুর এবং তার ছবি। নেটিজেনরা অনেকেই এর প্রশংসা করেছেন।

Manipur Internet Ban : তিন মাস পর অশান্ত মণিপুরে চালু ইন্টারনেট, জারি একাধিক বিধিনিষেধ
যেভাবে কুকুরটিকে উদ্ধার করা এবং সুস্থ করা হয়েছে তাতে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনীকে। আবার, অনেকেই কটাক্ষ করেছেন। কেউ কেউ লেখেন, ‘মণিপুরে অন্তত কুকুররা নিরাপদ।’ প্রসঙ্গত, গত৩ মে থেকেই উত্তপ্ত মণিপুর। সেখানে কুকি এবং মেইতেইদের মধ্যে সংঘর্ষে মারা গিয়েছেন অন্তত ১৬০জন।

সেখানের এই হিংসার সুযোগ নিয়ে মণিপুরে ঢুকে পড়ছে বিচ্ছিন্নতাবাদীরা। মায়ানমার থেকে অনুপ্রবেশের ঘটনাও ঘটছে। তাদের ঠেকাতে সেখানে নিয়মিত অভিযান চালাচ্ছে সেনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *