Chandrayaan-3 Picture : মহাকাশের বুকে ছোট্ট এক বিন্দু, টেলিস্কোপে ধরা দিল চন্দ্রযান ৩! দেখুন বিরল ছবি – the image of chandrayaan 3 captured by polish telescope see the picture
অনন্ত মহাকাশের বুক চিড়ে চাঁদের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। সম্প্রতি আবার ধরা পড়ল সেই ছবি। ভারতের উচ্চাভিলাষী চন্দ্র অভিযান, চন্দ্রযান-৩-এর ছবি ধরা পড়ল এবার পোল্যান্ডের ROTUZ (Panoptes-4) টেলিস্কোপে। বিশাল মহাকাশের মাঝে ছোট্ট একটি বিন্দুর আকারে দেখা যাচ্ছে ভারতের তৈরি এই মহাকাশযানটিকে। মহাকাশ অনুসন্ধানের যাত্রায় এক নতুন মাইলফলক ছুঁতে পারা ভারতের জন্য কিছু সময়ের অপেক্ষা মাত্র।
চন্দ্রযান-৩-এর পরিক্রমার প্রতিটি পর্যায়ে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা তা বুঝতে ROTUZ টেলিস্কোপের মতো স্থল-ভিত্তিক পর্যবেক্ষণগুলি খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর তরফে নিশ্চিত করা হয়েছে মহাকাশযানটি সফলভাবে পঞ্চম কক্ষপথ-উত্থাপন কৌশল সম্পন্ন করেছে। ১ অগাস্ট হবে ট্রান্স লুনার ইনজেকশন অর্থাৎ চাঁদের কক্ষপথে মহাকাশযানটিকে প্রবেশের করানোর প্রক্রিয়া শুরু হবে।
১৪ জুলাই, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান-৩-কে। বর্তমানে পৃথিবীর চারপাশে ১,২৭,৬০৯ কিলোমিটার X ২৩৬ কিলোমিটার কক্ষপথে রয়েছে এটি। মহাকাশযানটি সফলভাবে প্রতিটি কক্ষপথ-উত্থানের প্রক্রিয়াগুলি সম্পন্ন করছে। ধীরে ধীরে গতি বাড়িয়ে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে।
ISRO চেয়ারম্যান এস সোমনাথ ঘোষণা করেছেন, আশা করা হচ্ছে ২০২৩-এর ২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে নরম অবতরণ (সফট ল্য়ান্ড) করবে চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল স্পর্শ করবে মহাকাশযানের ল্যান্ডারটি। এই অঞ্চলটিতে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা চালায়নি বিশ্বের অন্য কোনও দেশ। এই অংশ থেকেই বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

চন্দ্রযান-৩ মিশনের পরে আরও একগুচ্ছ মিশন রয়েছে ইসরোর হাতে। কোন কোন মিশন জেনে নিন।
ইসরো এবং সমগ্র দুনিয়ার মহাকাশ বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে চন্দ্রযান-৩ মিশন। চন্দ্রযান-৩-এ রয়েছে SHAPE নামের একটি পেলোড (Spectro-polarimetry of HAbitable Planet Earth)। চাঁদের কক্ষপথ থেকে পৃথিবী সম্পর্কিত একাধিক বিষয়ে অধ্যয়ন করবে এই পেলোডটি। চাঁদের পৃষ্ঠ ও বায়ুমণ্ডল সম্পর্কিত তথ্য অন্বেষণে মহাকাশযানটির রোভারটি নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালাবে।
এই মিশনের সফল সমাপ্তির প্রহর গুনছে গোটা বিশ্ব। মিশন সফলে হলে চাঁদে মহাকাশযান অবতরণে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চিনের পাশেই বসবে ভারত। চাঁদের পৃষ্ঠে সফলভাবে মহাকাশযান অবতরণে বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যত আন্তঃগ্রহ মিশন এবং আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলির সঙ্গে সম্ভাব্য সহযোগিতার দিকে আরও একটা সিঁড়িতে উঠবে ইসরো।