মানিক ভট্টাচার্যকে জেলে নিয়ে জেরা করতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি – 24 Ghanta Bangla News
Home

মানিক ভট্টাচার্যকে জেলে নিয়ে জেরা করতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি

প্রকাশকঃ তিয়াশা সরকার | পোস্ট করা হয়েছে: জুলাই 25, 2023 8:21 pm| আপডেট করা হয়েছে: জুলাই 25, 2023 8:35 pm

মানিক ভট্টাচার্যকে জেলে নিয়ে জেরা করতে সিবিআইকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি  সংবাদ প্রতিদিন

ফাইল ছবি

গোবিন্দ রায়: আরও বিপাকে রাজনীতির রাজনীতিক ধৃত মানিক ভট্টাচার্য (মানিক ভট্টাচার্য)। প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভাচার্যকে জেরা করতে লাভ সিবিআই। নতুন এফআইআর করা শুরু করতে সিবিআই এবং ইডি। নিরাপত্তার গাফিলতি কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও মুসলিম।

বন্দি মানিক ভট্টাচার্য। তথ্যবার জামিনের আবেদন করতেও লাভ হয়নি। আরও বিপাকে মানিক ভট্টাচার্য। এই জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করতে পারবেন সিবিআই আধিকারিক করতে, এমনই নির্দেশ বলব অভিজিৎ গঙ্গোধ্যায়। গোষ্ঠীয় আর্থিক তছরূপ না হলে সেদিকটা ইডিকে খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। এদিন বাজার পর সন্ধ্যায় ফের ফের এজলাস বসান গণগোপাধ্যায়। সেখানেই প্রেসিডেন্সি জেলে গিয়ে রাত আটটা থেকে মানিক ভাট্টাচার্যকে জেরা করতে পারবেন বলে মন্তব্য করেছেন।

[আরও পড়ুন: মাত্র ৬ বছরেই ঠোঁঠস্থ প্রায় দুশো সামুদ্রিক প্রাণীর নাম! এশিয়া বুক অফ রেকর্ডসে দুর্গাপুরের খুদে]

খবর, এদিন প্রচারিত গঙ্গোপাধ্যায় জেরা পর্বের ভিডিওগ্রাফির নির্দেশিকা। হুঁশিয়ারি মুসলিম সিবিআই আধিকারিকদেরও। সব চাপে মানিক ভট্টাচার্য।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ স্কুল! ছুটির আনন্দে গঙ্গায় নামতেই ভয়ংকর কাণ্ড, তলিয়ে গেল ২ ছাত্র]

সংবাদ প্রতিদিন নিউজ অ্যাপ: খবরের টাটাকা আপডেট করতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

খবর খবরে খবর লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *