কলকাতার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নাদিয়া মহিলার মৃত্যু – 24 Ghanta Bangla News
Home

কলকাতার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নাদিয়া মহিলার মৃত্যু

দ্বারা প্রকাশক: সুলায়া সিংহ | পোস্ট করা হয়েছে: জুলাই 25, 2023 11:12 am| আপডেট করা হয়েছে: জুলাই 25, 2023 11:15 am

কলকাতার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নাদিয়া মহিলার মৃত্যু |  সংবাদ প্রতিদিন

ছবি: মানী

ক্ষীরোদ ভট্টাচার্য: দেশে ফেরার ডেঙ্গুতে মৃত্যু। কলকাতার বেলেঘাটা আইডি অনুশীলন হারালেন ৬০ বছরের বৃদ্ধা উমা। সোমবারই নবছরের বালিকা পবী দেরঙ্গু’ উত্তরে সংবাদ দেখা ডেল।

বেলেঘাটা আইডি বোশে খবর, দীর্ঘ বৃদ্ধা নদিয়ার রানাঘাটের বাসিন্দা। জ্বর নিয়ে গত বেশ ভরতি হন তিনি। সিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসায় আর সাড়া দিতে পারেন। মনে রাখা মৃত্যু হয় তাঁর। জানা যায়, ডেঙ্গুতে অবস্থানের কারণেই তিনি হারিয়েছেন।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নয়া নিরাপত্তা উপদেষ্টা কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি, মন্ত্রিসভায় মিলল অনুমোদন]

উল্লেখ্য, এর আগে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথি হারায় না’ বছরের ষষ্ঠশ্রেণির বালিকা পল্লবী দেব। দিন কয়েক আগে জঘরে হয় ষষ্ঠ দল ভাগ পল্লবী। শারীরিক আবেগ পর ডেঙ্গু পড়ে। আপনি জানতে পারেন নাক, মুখ, হাতের প্রতীকর অঙ্গ বা প্রস্রাব দিয়ে রক্ত ​​বেরোচ্ছল। গত পরিবর্তন গোটা দিন ধরে তাকে চাপ দেওয়ার চেষ্টা করা শেষ করা হয়নি। শনিবার মৃত্যু হয় পিকনিক গার্ডেন বালিকার।

রাজ্যে বর্ষা আসতেই ডেঙ্গু নিয়ে শুরু হয়েছে চিন্তা। যদিও এখনও পর্যন্ত সেভাবে দাপটে দেখা যেতে পারে। তাই আগেভাগেই শহরবাসীকে সতর্ক করছে স্বাস্থ্য দপ্তর। সোমবার প্রচার নয়া গাইডলাইনে বলা হয়েছে (ডেঙ্গু চিকিৎসার নির্দেশিকা), রোগীর পেলেট ডিসকাউন্ট যদি ১০ হাজার পাঁচের কথা বলা যায়, তবেই জীবনদায়ী প্লেটলেট দিতে হবে। ১০ থেকে ২০ হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেলেট করতে হবে। কোন প্লেরের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিশনে তা উল্লেখ করতে হবে।

[আরও পড়ুন: কোচের বিরুদ্ধে শ্লীলতাহানি ও খুনের হুমকির অভিযোগ, পুলিশের দ্বারস্থ জাতীয় স্তরের প্লেয়ার]

সংবাদ প্রতিদিন নিউজ অ্যাপ: খবরের টাটাকা আপডেট করতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

খবর খবরে খবর লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *