21 জুলাই TMC শহিদ দিবস: শুভপ্রসন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে 21শে জুলাই সভায় যোগ দেন
প্রকাশকঃ সুচেতা সেনগুপ্ত | পোস্ট করা হয়েছে: জুলাই 21, 2023 1:02 pm| আপডেট করা হয়েছে: জুলাই 21, 2023 1:53 pm

বিশেষ সংবাদদাতা: অতীত বাংলা ভাষা বিতর্ক, অতীত পঞ্চায়েত হিংসা নিয়ে শাসকদলের বিরোধিতাও। ফের স্বমহিমায় তৃণমূল ঘনিষ্ঠতা চিত্র শুভাপ্রসন্নর (সুভপ্রসন্ন)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (মমতা বন্দ্যোপাধ্যায়) আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের শহিদ একুশে জুলাইয়ের (২ জুলাই টিএমসি শাহিদ দিবস) মঞ্চে হাজির তিনি। প্রতি অভিজ্ঞতার মতো এ বছরও একুশের মঞ্চে বিশেষজনেদের সমাবেশ। আর সেই সারিতে ফের শুভপ্রসন্ন।
কখনও ‘দাওয়াই’, ‘পানি’র মতো উড্ডয়ন শব্দকে বাংলায় আপন করে নেওয়ার বিষয়ে আপত্তি তুলেছিলেন শুভাপ্রসন্ন। এক জনসভা তিনি শব্দ ব্যবহার বিরোধিতা করেন। শিল্পীর সাফ সুন্দর ছিল, বাংলায় এর চেয়ে শব্দ আছে। সেসব গ্রহণ করে শব্দ বাদ দেওয়া। ভাষাবিদদের, বাংলা ভাষা বহুমানতা বজায় রাখতে অন্য যে দেশের রাজনৈতিক রাজনৈতিক শব্দ মিশে এগিয়ে সময় কাম্য। মানুষের ক্য্যা ভাষাকে বোঝার ব্যবস্থায় এখানে নেই। শুভপ্রসন্ন ভিন্ন মত পোষণ করায় স্বয়ং মুখ্যমন্ত্রী তা নিয়ে মুখ খুলি। অনেক ভাষা আমরা শ্রদ্ধা করি।
[আরও পড়ুন: ক্রীড়াজগতের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি! এমবাপেকে ধরে রাখতে অবিশ্বাস্য প্রস্তাব পিএসজির]
এই বিতর্কে ইতি জিততে না ফেরায় ভাষাতে হিংসা পর্ব নিয়ে মুখ বিতর্কে জড়া শুভপ্রসন্ন। তিনি বলেছিলেন, “সারা দেশের উত্তর উত্তর উত্তর শুরু না। এই সংস্কৃতি বদলাতে হবে। আর এই শর্তের ডাক দিতে আরও একবার পথের নামতে তাকে বলেছে। বলেছেন, “আমরা আবার মিছিল করতে পারি, আগে যেমন করে শক্তি। সংস্কৃতি হার মিছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তিনি ‘সুর’ বদল করেছেন। তিনি বলেন, ”রুলি নিই যে কিছু হলে মানদাই নামতে হবে। এখনও বিষয়টি নামার সময় আসেনি৷ ভোট হিংসা কড়া হাতে মুখ্যমন্ত্রী দমন বলেছেন তাঁর মত। তিনি বলেন, “মমতা কড়া হাতে তুলেছেন, এর চেয়ে বড় কী হতে পারে?”
[আরও পড়ুন: জটিল রোগাক্রান্ত শিশুর মৃত্যুর পর লিভার দান, নবজন্ম আরেকজনের]
তবে শাসকদলের সাথে এহেন সাময়িক বিরোধিতা আজ ফের একুশের মঞ্চে হাসিমুখে হাজির শুভ্রপ্রসন্ন। মঞ্চে না উঠা তাঁকে দেখা গেল গেল সারি।
সংবাদ প্রতিদিন নিউজ অ্যাপ: খবরের টাটাকা আপডেট করতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ