রাজারহাটে পুলিশকে কামড় দিয়েছে বিজেপি কর্মী। সংবাদ প্রতিদিন
সংবাদ প্রতিদিন ব্যুরো: তৃণমূলের একুশে জুলাইয়ের শক্তির দিন রাজ্য বিডিও অফিস ঘোড়ের মহোৎসব নিয়ে ছিল। ভোট লুঠের প্রতিবাদে গেরুয়া শিবিরের বিপরীতে এই আন্দোলনকে পক্ষে অবস্থানে অশান্তি বাধাল। প্রচারের আলোয় আসতে আন্দোলনের জারি করা ১৪৪ ধারা লঙ্ঘন করে হট্টগোল বাধাল শান্তিপূর্ণ-সমর্থ। দেশের বিভিন্ন স্থানে তার সঙ্গে প্রতিবাদকারীদের চলল ধস্তাধস্তি।
রাজারহাট বিডিও অফিসে ঘেড়া চালাতে এক মহিলা পুলিশ কাম দিল এক দল হাতে। নদিয়াতেহট্টে শান্তিপূর্ণ যে বিশৃঙ্খলা এমন জায়গায় পাল্টা পাল্টা পাল্টা রক্তাক্ত ঝরল আমার চেষ্টায় এক জোওয়ানের। তৃণমূল বক্তব্য, অতীন পাকরণ জন্য একুশে জুলাইয়ের দিন এই বিডিও অফিস যে ঘেরাওয়ের ডাক দিয়েছিল চিন্তাই ভাবনা হল। জয় দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ”তৃণমূল ভয় পেয়েই ১৪৪ ধারা জারি করেছে”।
এদিন তেহট্ট -১ নম্বর ব্লক অফিসে সফলতার জন্য ছাত্র ছাত্র ছাত্রীদের জন্য আমার বাজে অভিযোগ নিয়ে অভিযোগ। স্মারকলিপি জমা দিতে গিয়ে বিডি অফিসের মূলফটকারও বিশৃঙ্খলা গঠন করা হয়। সেখানে পুলিশের যোগ মোদ্রেন ছিল আমার যোগ। খুব জোরে বিশৃঙ্খলা ঠেকাতে ভাল পাওনার ফাক্কায় জখম হন এক দলীয় জোট হার জওয়ান। তাঁর হাতের আঙ্গুলের রক্ত ঝরতে থাকে। দূরের নদিয়া উত্তর সাংগঠনিক ডিস্ট্রিক্টের ঘাঁটঘট
[আরও পড়ুন: ‘ওদের ইডি, আমাদের দিদি’, একুশের মঞ্চে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ নতুন মুখের]
এদিন রাজারহাটে বিডিও ঘেরাও কেন্দ্রের মিছিল শুরু হয় বিষ্ণুপুর বটতলা থেকে। এই জয়র্য্য আনন্দেক মুখে ছিলেন রাজ্য সকালের প্রধানপাত্র শওক ভট্টাচার। বিডিও অফিসের মিলাইছিল পুলিশ। ব্যাক রিক্যাক্ট ব্লকার ব্লকের চেষ্টা করে। পুলিশের সাথে ধস্তা শুরু হয়। অভিযোগ, উচ্ছৃখল গেরুয়া এক কেন্দ্রনগর কমিশনারেট ‘উইন্টারের নারী সদস্যদের এক মহিলা পুলিশ কর্মীর হাতে আচমকাই কামড় দেয়। হুগলিও সুখের বিডিও অফিস ঘেরাও নেটওয়ার্ক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয় জেলায়।
শ্রী উত্তরপাড়া বিডিও ঘেরাও উপজেলার উত্তরেজনা অফিস শরয়। মি আট কালে পুলিশ ও শান্তির মধ্যে বাধা ছিল। ব্যাডেড এগনোররিক চেষ্টা করে প্রতিবাদকারী। দু’জন নেতা নেতাকে পুলিশ করেছে। সংসদের অধিবেশন ব্যবস্থায় এদিন দেশের এই কর্মসূচিতে ছিলেন না সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষণা, লকেট চট্টোপাধ্্যারা। শুভেন্দু অধিকারী অবশ্যা ডায়মন্ড হারবারে অন্য একটি আয়োজনে ছিলেন। শমীক ছিলেন রাজারহাটে, বিধায়ক মনোজ টিগ্গা মাদারিহাটে, সংখ্যালঘুমোর্ধ বস চার্লস নন্দী ছিলেন হিরহাটেরঙ্গলগঞ্জে। আরও, মালদহের চাঁচল, বর্ধ কুল জামুরিয়া, বালুরঘাট এও খেলার স্থানীয় উত্তরেজনা শরায়। বীরভূমের খয়রাশোলে বিডিও অফিসে অনুষ্ঠানের পর স্মারকলিপি জমা দিতে গিয়ে চুড়ি দিতে সমর্থ কর্মীরা। হাবড়া বিডিওকে কালো আর গোলাপ দেওয়া হয়। কৌতুকবিহার ও কর্মীরা উত্তরে শরায় অভিযোগ করে।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করেছিলেন, শেখ নূর আমিনের আসল পরিচয় কী?]
সংবাদ প্রতিদিন নিউজ অ্যাপ: খবরের টাটাকা আপডেট করতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ