এখানে 21 জুলাই TMC শহীদ দিবসের ট্র্যাফিক রুট ম্যাপ
প্রকাশকঃ পারমিতা পাল | পোস্ট করা হয়েছে: জুলাই 19, 2023 8:50 pm| আপডেট করা হয়েছে: জুলাই 19, 2023 8:51 pm

অর্ণব আইচ: ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস। স্বাভাবিকভাবে জেলা থেকে শুরু করে আপনার কাছে যেতে শুরু করেছেন। স্থানান্তর বিভিন্ন স্থান থেকে মিছিল করে বহু মানুষ জড়ো হবে ধর্মে। ফলে যোগাযোগ বন্ধ থাকবে। কোন পথে গাড়ি, বন্ধ থাকবে কোন রাস্তা, নাইন এক নজরে।
যে মহাকাশ দিয়ে ধর্মতলায় মিছিল
- শাদহ থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার রেল রোড
- হাওড়া থেকে ব্রিজ পেরিয়েবোর্ন রোড, ডালহৌসি
- পার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড
- হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, জোহরলাল নেহারু রোড, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জোহরলাল নেহারু রোড
- শ্যামবাজার থেকে এপিসি রোড, শ্যালদহ ফ্লাইওভার এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার ট্রেন রোড
- বিকানন্দ রোড, পাথুরিয়াঘাটা স্ট্রিট, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ
- কলকাতা থেকে আর জি কর রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার রোড অথবা শ্যামবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ
খিদিরপুর রোড - হেদুয়া থেকে বিকাশ সরিনি, সাইট স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এসএন ব্যানার্জি রোড
- ক্ষুদিরাম কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, পলাশি গেট রোড, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং
[আরও পড়ুন: ভোটারের চেয়েও বেশি ভোটে জয়ী ৩ তৃণমূল প্রার্থী! বিডিও’র কাছে রিপোর্ট তলব বিস্মিত বিচারপতির]
যে রাস্তা দিয়ে সমর্থকদের নিয়ে গাড়ি ও বাস
- উত্তর কলকাতা ও উত্তর শহরতলি থেকে বিটি রোড, চিৎপুর হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গাড়ি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ি পার্ক করে বাকিটা মিছিল।
- রাজ্যের পশ্চিম অংশ, বর্ধমান, হুগলির দিক থেকে দিল্লি রোড ধরেনকুনি, নিবেদিতা সেতুর প্যানেলপ, বিটি রোড, দমদম রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসিস রোড হওয়া মৌলালি। মৌলালিতে গাড়ি করে মিছিল।
- মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪গনা থেকে গাড়ি ভিআইপিড রোড, ই এম বাইপাস, পার্ক সার্কাস কানেক্টর ধরেন পার্ক পার সার্কাস। সেখানে গাড়ি পার্কিং মিছিল।
- মা ফ্লাইওভার ধরে এসেছেন ময়দানে গাড়ি চালাতে। সমাজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল
- পূর্ব ও পশ্চিম মেদিনপুর, হাওড়ার কিছু অংশ থেকে কোন এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় হুগলি সেতুতে ময়দানে গাড়ি পার্কে মিছিল।
- দক্ষিণ ২৪গনা থেকে হাজরা পর্যন্ত এসেছিলেন অথবা ময়দান, জহরলাল নেহরুডে গাড়ি পার্কিং করেছিলাম।
বন্ধ
- ধর্মতলা চত্বর, জহরলাল নেহরু রোডের অংশ, এস এন ব্যানার্জি রোড, লেলিন সরণি, গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়েচরে রাশ টানা হবে।
- গণেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে যেতে পারেন। ধর্মতলার মূল মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটি থাকবে।
[আরও পড়ুন: ‘আগে বালতি উলটে দেখাক’, ‘সরকার ফেলে দেওয়া’র হুঁশিয়ারিতে শান্তনু-সুকান্তকে চ্যালেঞ্জ মমতার]
ওয়ান ওয়ে
- ভোর চারটে থেকে রাত নাটা পর্যন্ত
- উত্তর থেকে দক্ষিণ ব্রাবর্ন রোড, আমহার্স্ট স্ট্রিট
- দক্ষিণ থেকে উত্তরের গ্রেড স্ট্রিট, বেটিঙ্ক স্ট্রিট, স্ট্রীড রোড হেয়ার স্ট্রিট থেকে উডমান্ট স্ট্রিট, রবীন্দ্র সরণির বি কে পাল থেকে লালবাজার স্ট্রিট, বিবেকনন্দ রোডের অংশ থেকে বিবেকনন্দ রোডের অংশ
- পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড
- পূর্ব থেকে পশ্চিম বি বি গাংগুলি স্ট্রিট
পারিং
- ভিক্টোরিয়ার কাছে এজেসি বোস রোডের উপর, হসপিটাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লেভার্স লেন্স, স্ট্র্যান্ড রোড, ব্যান্ড কান্ড, সেন্ট্রাল অ্যাভিনিউ, বি বি গাংগুলি স্ট্রিট, অ্যামপিটাল রোড, এজেসি বোস রোড, স্ট্র্যালি, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, জহরলাল নেহারু রোড
গাড়িতে রাশ
সকাল তিনটে রাত থেকে আটটা পর্যন্ত কলকাতা দল না দলেলাগাড়ি ও ট্রাম।
সংবাদ প্রতিদিন নিউজ অ্যাপ: খবরের টাটাকা আপডেট করতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ