355 অনুচ্ছেদে সৌগত রায়: ‘৩৫৫ তে সরকার পড়ে না’

বর্তমান রাজ্যে জয় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অম শাহের সঙ্গে বিস্ময় প্রকাশ করেছেন। তারপর থেকে পঞ্চায়েত নির্বাচনকে (WB পঞ্চায়েত ভোট 2023) কেন্দ্র অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। তার জন্য রাজ্যে জারি হবে তা নিয়ে ৩৫৫ গ্রাম ধারা তুঙ্গে। মিনাখাঁয় বাধা প্রদানকারী সুকান্ত মজুমদার। তৃণমূলে শেখ শাহাহানকে তোপ দাগলেন তিনি। দেশে ৩৫৫-র ব্যবহার সওয়াল সুকান্তর। রাজ্য়ে ৩৫৫-র পরিবেশ, দাবি শুভেন্দুর। ‘৩৫৫ সরকার পড়তে না’ , সৌগত-র। দেখুন সেই ভিডিও।