TMC প্রতিনিধিদল মণিপুর সফর বাতিল করেছে – 24 Ghanta Bangla News
Home

TMC প্রতিনিধিদল মণিপুর সফর বাতিল করেছে

প্রকাশকঃ মনিশঙ্কর চৌধুরী | পোস্ট করা হয়েছে: 13 জুলাই, 2023 8:27 pm| আপডেট করা হয়েছে: জুলাই 13, 2023 8:31 pm

TMC প্রতিনিধিদল মণিপুর সফর বাতিল করেছে |  সংবাদ প্রতিদিন

নন্দিতা রায়, নয়াদিল্লি: আগামিকাল মণিপুর যাচ্ছে না তৃণমূলের দলের দল। বারবার খবর, জাতিদাঙ্গায় অশান্ত উত্তর- পূর্বের রাজ্যের পার্টির সমস্ত মহিলা সেরে ফেলা হয়েছিল। তবে শেষটি মণিপুর ভোটে অনেকটাই কালকের সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তাবাহক, বার্তাবাহক, বার্তা২৪.কম দিনক পরা জোট নেতারা ১৯ ও ২০ তারিখ সফরের দিন ধরে রাখা হয়েছে বলে পাঁচ খবর। উল্লেখ্য, মাস তিনেক ধরেই কুকি বনাম মে সংঘাতে পুড়েছে মণিপুর। অস্ত্র নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আগামী ১৪ জুলাই তারিখে দেশের মাটিতে যাওয়ার কথা বলছি তৃণমূলের ৫ সদস্যের গ্রুপ।

ঘাসফুল শিবিরের খোঁচা, গত তিনমাস ধরে জ্বলছে সুখি শাসিত মণপুর। এখনও সামল দিতে জেলা প্রশাসনের সরকার। মুখ্যমন্ত্রী বিরেন সিং পদত্যাগও ঘোষণা করেছে বাংলার শাসকদল। সংসদ মহলের দাবি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত লাগাতার লাগাতার হিংসারকে হাত করেছে গেরুয়া শিবির। সেই অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় আশার চার সদস্যের দল। এরই পালাটা এই মণিপুরে দলে যোগ করা তৃণমূল।

[আরও পড়ুন: ‘কংগ্রেস বিধায়কদের সরকারে স্বাগত’, জল্পনার মধ্যেই সরব মহারাষ্ট্রের বিজেপি প্রধান]

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে ভোটে (পঞ্চায়েত নির্বাচন 2023) অশান্তির দেখতে রাজ্যে অভিযোগ প্রত্যাশার ফ্যাক্টর ফ্যাক্ট ফিন্ড টিম। তৃণমূলে পর্দ, বারবার- রাজ্যের সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণার সর্ব্বোচ্চ জেতীয় জয়ী নাড্ডাকে। গত সোমবার এই পরের কিছুক্ষণেরই মণিপুরে দলের সদস্য কথাটি তৃণমূল। ভোট মহলের নেতা, ভোটার হিসাবে পদক্ষেপের পালটা দল দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: ‘ফিরে যাওয়ার চেয়ে মৃত্যু ভাল’, বলছেন ভারতীয় যুবকের প্রেমের টানে সীমান্ত পেরনো পাক যুবতী]

সংবাদ প্রতিদিন নিউজ অ্যাপ: খবরের টাটাকা আপডেট করতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

খবর খবরে খবর লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *