দলীপ ট্রফির ফাইনালে ব্যর্থ হলেন সূর্যকুমার, সরফরাজ ও পূজারা। সংবাদ প্রতিদিন – 24 Ghanta Bangla News
Home

দলীপ ট্রফির ফাইনালে ব্যর্থ হলেন সূর্যকুমার, সরফরাজ ও পূজারা। সংবাদ প্রতিদিন

প্রকাশকঃ কৃশানু মজুমদার | পোস্ট করা হয়েছে: 13 জুলাই, 2023 8:17 pm| আপডেট করা হয়েছে: জুলাই 13, 2023 8:17 pm

দলীপ ট্রফির ফাইনালে ব্যর্থ হলেন সূর্যকুমার, সরফরাজ ও পূজারা।  সংবাদ প্রতিদিন

সংবাদ প্রতিদিন ডিজিটাল পদ্ধতি: দলীপফির (দলীপ ট্রফি) ট্রফি ট্রফি ট্রফি ট্রফির দ্বিতীয় বিকল্পের পশ্চিম ভাগ করেছে সাত তারিখে ১২৯ রান। মন্দ আলোর জন্য দৃশ্য খেলা শেষ হয়। দক্ষিণ অঞ্চলের বোলাররা দাপট দেখান। দ্বিতীয় দক্ষিণ দক্ষিণ দক্ষিণ এখনও এগিয়ে ৮৪ রানে।

সাত সাতে ১৮২ রানা নিয়ে অন্য খেলা শুরু করে দক্ষিণ অংশ। এদিন মাত্র ৩১ রানে তিন হারানোয় দক্ষিণ অংশের ইনিংস শেষ হয় ২১৩ রানে। ওয়াশিংটন সুন্দর ২২ রানে অপরাজিত থেকে যান। দক্ষিণ অঞ্চলের হনুমা বিহারী প্রচার ৬৩ রান করেন। বিহারের সঙ্গে তিলকর্মা গুরুত্বপূর্ণ অংশ নারশিপ তলক ৮৭ বলে ৪০ রা করেন।

[আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত, শেষ ম্যাচে সান্ত্বনা জয় বাংলাদেশের]

শুরুটা বেশ ভালো করে পশ্চিম সক্রিয়। প্রথম প্রথম পৃথ্বী শএ ও প্রিয়াঙ্ক পাঞ্চাল ২৭ রা জোড়েন। ভি কৌশিক ফেরান পাঞ্চালকে (১১)। হার্ভিক দেশই পৃথ্বী শা দ্বিতীয় ও অনেক রা জোড়েন। এর পরই ধসপাপ। দক্ষিণ অঞ্চল বোদ্ধার মধ্যে কাভিরাপ্পা ৪৪ রান দিয়ে ৪টি মনের কথা। পশ্চিমের অন্তর্গত কাভিরাপ্পা। সূর্যকুমার যাদব (৮), চেতেশ্বর পূজারা (৯) ও সরফরাজ খান (০) রানি পান।

উত্তর প্রবেশের বিরুদ্ধে সেমিফাইনা সেঞ্চুরি পেয়ে পূজারা। আত্মবিশ্বাস নিয়ে খেলতে দিতে তিনি। কিন্তু সুযোগে রানাই পাননি তিনি। সরফরাজ খানকে নিয়ে আলোচনা। তিনিও দেখতে হন। খাতা না শুভই ফিরতে হয় তাঁকে। ৯৭ রানে ২ থেকে পশ্চিম দ্রুত দ্রুত হারায়। ঠিক উত্তর পশ্চিমের অংশের রান ৭ এ ১২৯।

[আরও পড়ুন: কলকাতা লিগের শুরুতেই আটকে গেল ইস্টবেঙ্গল, গোলশূন্য ড্র রেনবোর সঙ্গে]

সংবাদ প্রতিদিন নিউজ অ্যাপ: খবরের টাটাকা আপডেট করতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

খবর খবরে খবর লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *